Manipur Video: মণিপুরে প্রকাশ্যে আরও একটি ভয়ঙ্কর ভিডিও, কাটা মাথার ভিডিও ঘিরে চাঞ্চল্য

Published : Jul 21, 2023, 09:31 PM IST
Manipur violence

সংক্ষিপ্ত

জাতিগত হিংসার কারণে মণিপুরে বন্ধ ছিল ইন্টারনেট। সম্প্রতি চালু হয়েছে ইন্টারনেট। তারপরই সামনে আসছে হিংসার দিনগুলির ভয়ঙ্কর ঘটনা। 

মণিপুরের দুই মহিলাকে নগ্ন করে রাস্তা দিয়ে হাঁটানোর ভিডিও ভাইরাল হয়েছিল বুধবার। সেই ভিডিওর জেরে উত্তাল গোটা দেশ। এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি, তারই মধ্যে আবার সামনে এল আরও একটি ভয়ঙ্কর ভিডিও। সেখানে একটি ব্যক্তির মাথা কাটা অবস্থায় দেখা গিয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে ডেভিড থিয়েক নামে এক কুকি ব্যক্তির মাথা কাটা অবস্থায় রয়েছে। বিষ্ণুপুর জেলার একটি আবাসিক এলাকার ঘটনা। বাঁশের লাঠি দিয়ে তৈরি একচি বেড়ার ওপর রাখা হয়েছে কাটা মাথা। যদিও ভিডিওর সত্যতা যাঁচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা। ডেভিড থিয়েক নামের ওই ব্যক্তি হত ২ জুলাই দুই পক্ষের সংঘর্ষের সময় মারা গিয়েছিল। সেই সময় আরও তিন জন প্রাণ হারিয়েছিল।

জাতিগত হিংসার কারণে মণিপুরে বন্ধ ছিল ইন্টারনেট। সম্প্রতি চালু হয়েছে ইন্টারনেট। তারপরই সামনে আসছে হিংসার দিনগুলির ভয়ঙ্কর ঘটনা। যা নিয়ে তোলপাড় হচ্ছে দেশ। মণিপুরের উপজাতীয় নেতাদের ফোরাম এই বিষয় নিয়ে একটি বিবৃতি জারি করেছে। সেখানে বলা হয়েছে ঘটনাটি ঘটেছে গত ৪ মে। রাজধানী ইম্ফল থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে কাংপোকপি জেলায়। এই ঘটনায় অভিযোগও দায়ের করা হয়েছিল কাংপোকপি জেলায়। অভিযোগে বলা হয়েছে, স্থানীয় এক জননেতার সামনে তিন মহিলাকে নগ্ন করে হাঁটানো হয়েছে। এই ঘটনা পাঁচা জনের একটি দলকে অভিযুক্ত করা হয়েছিল। যারা মণিপুর হিংসার ঘটনাতেও জড়িত। মহিলাদের বিরুদ্ধে একজনকে অপরহণের অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ দুই মহিলাকে গণধর্ষণ করা হয়েছিল। যার মধ্যে এক জনের বয়স ১৯। তার ভাই মহিলাকে উদ্ধার করতে এলে তাকেও খুন করে ধর্ষকরা।

গোটা ঘটনার ভিডিও প্রকাশ হতেই তৎপরতা শুরু হয়েছে রাজ্য। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পুলিসকে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি আরও জানিয়েছে, মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি ও মন্ত্রকের মুখ্য সচিবের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হয়েছে। তাদের গোটা ঘটনার বিস্তারিত রিপোর্ট দেওয়া হয়েছে। তিনি আরও জানিয়েছেন অপরাধীদের চিহ্নিত করে দ্রুত তাদের শাস্তি দেওয়া হবে। তিনি বলেছেন, 'এটি মানবতার বিরুদ্ধে অপরাধ।' ভিডিওটি সামনে আসার সঙ্গে সঙ্গে পুলিশকে স্বতোঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ দানিয়েছেন ৪ মে কাংপোকপি জেলায় এই ঘটনা ঘটেছে। ২১ জুন থৌবাল জেলায় অভিযোগ দায়ের করা হয়েছিল। অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অপহরণ, গণধর্ষণ ও হত্যার মামলা দায়ের করা হয়েছে। এফআইআর-এ বলা হয়েছে তিন জন মহিলাকে শারীরিকভাবে নিগ্রহ করে তাদের কাপড় খুলতে বাধ্য করা হয়েছে। জনার সামনে দিয়ে উলঙ্গ অবস্থা হাঁটতে বাধ্য করা হয়েছিল। যদিও এদিন এক নির্যাতিতা জানিয়েছেন, পুলিশই তাদের উদ্ধার করে তুলে দিয়েছিল উন্মত্ত জনতার হাতে। তাদের যখন বিবস্ত্র করে হাঁটান হচ্ছিল সেই ঘটনার সাক্ষী ছিল পুলিশ । গোটা ঘটনাটি ঘটেছিল থানা থেকে মাত্র ২ কিলোমিটার আগে।

 

PREV
click me!

Recommended Stories

বিএলও-দের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট, রাজ্য সরকারকে কড়া নির্দেশ শীর্ষ আদালতের
বন্দে মাতরম সম্পাদনা কি দেশভাগের কারণ? অমিত শাহের মন্তব্যে তোলপাড়