কমল নাথের দল বদলের জল্পনার মধ্যেই মণীশ তিওয়ারিরকে নিয়ে বড় রটনা, কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাচ্ছেন তিনি

Published : Feb 18, 2024, 03:22 PM ISTUpdated : Feb 18, 2024, 03:49 PM IST
manish-tiwari-1460787673_835x547

সংক্ষিপ্ত

দিল্লিতে গুঞ্জন কমল নাথ ও তাঁর পুত্র নকুল নাথের সঙ্গে কংগ্রেসের আরও এক নেতা বিজেপিতে যোগ দিতে পারেন। সূত্রের খবর মণীশ তিওয়ারি লুধিয়ানা আসন থেকে বিজেপির টিকিটে লড়তে আগ্রহী। 

লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের শিবিরে ভাঙন স্পষ্ট হচ্ছে। সপুত্র কমল নাথের দলবদলের জল্পনার মধ্যেই এবার জল্পনা শুরু হয়ে গেল আরও এক কংগ্রেস নেতা মণীশ তিওয়ারির দল বদলের জল্পনা। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে তিনি কিছুই বলেননি। তাঁর অফিস অবশ্য বলেছে গোটা ঘটনাই গুজব। যদিও এটাই প্রথম নয়, এর আগেও মণীষ তিওয়ারির দল ছাড়তে পারেন বলে গুজব শোনা গিয়েছিল। কাশ্মীরের কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ দল ছাড়ার পরেও মণীশ দল ছাড়তে পারেন বলে গুজব শোনা গিয়েছিল। যদিও সেই সময় তিনি দলের সক্রিয় সদস্য ছিলেন।

দিল্লিতে গুঞ্জন কমল নাথ ও তাঁর পুত্র নকুল নাথের সঙ্গে কংগ্রেসের আরও এক নেতা বিজেপিতে যোগ দিতে পারেন। সূত্রের খবর মণীশ তিওয়ারি লুধিয়ানা আসন থেকে বিজেপির টিকিটে লড়তে আগ্রহী। তার সেই কারণেই তিনি দল ছাড়তে পারেন। যদিও এই গুঞ্জন উড়িয়ে দিয়েছে মণীশ তিওয়ারির অফিস। সেখান থেকে বলা হয়েছে, মণীশ তিওয়ারি কংগ্রেস ছেড়়ে বিজেপিতে যোগ দিচ্ছেন এই খবর পুরোপুরি ভিত্তিহীন। মণীশ তিওয়ারি তাঁর নির্বাচনী এলাকায় রয়েছেন। সেখানে তিনি উন্নয়নের কাজ তদারকি করতে গিয়েছেন। গত রাতে এক কংগ্রেস কর্মীর বাড়িতেই ছিলেন।

Viral Adio Clip: কৃষক আন্দোলনের মধ্যে দিয়ে ভারতে অশান্তি তৈরির ষড়যন্ত্র পাকিস্তানের, ফাঁস হল অডিও ক্লিপ

মণীশ তিওয়ারির কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে অন্যতম। তিনি আনন্দপুর সাহেবের সাংসদ। একটা সময় টাকা কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। গান্ধী পরিবারের সঙ্গে তাঁর একটা সময় সুসম্পর্ক ছিল। কিন্তু বেশ কয়েক বছর ধরে সম্পর্কে চিড় ধরছে। তাই কমল নাথের দলবদলের সময়ই মণীশ তিওয়ারির দলবদল নিয়ে জল্পনা তুঙ্গে।

দলবদলের জল্পনার মধ্যেই দিল্লিতে কমল নাথ, কংগ্রেস নিয়ে স্পষ্ট অসন্তোষ তাঁর গলায়

শনিবার সন্ধ্যায় মধ্যপ্রদেশ থেকে দিল্লিতে পৌঁছে গেছেন তিনি। সেখনেই সাংবাদিকদের মুখোমুখি দল বদলের জল্পনা আরও বাড়িয়ে দিয়েছেন। যদিও কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেবেন কিনা তা এখনও স্পষ্ট করেননি তিনি । তবে বলেছেন, দলের মধ্যে যা হচ্ছে তাতে তিনি যথেষ্ট অসন্তুষ্ট। তিনি সাংবাদিকদের বলেছেন, যদি কিছু হয় তাহলে সবার আগে তারাই জানতে পারবে। কমল নাথ কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে পারেন। তবে কেন্দ্রীয় বিজেপি নেতারা এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি। মধ্যপ্রদেশের বিজেপি নেতা ভিডি শর্মা জানিয়েছেন কমল নাথ দলে এলে তাঁকে স্বাগত জানান হবে।

শিবু হাজরা ন্যাজাট থেকে গ্রেফতার, সন্দেশখালির ত্রাস শাহজাহান এখনও বেপাত্তা

 

PREV
click me!

Recommended Stories

গোয়ার নাইট ক্লাবে আগুনে পুড়ে মৃত ২৫, গ্রেফতার ৪, জানালেন প্রমোদ সাওয়ান্ত
বাংলায় বাবরি মসজিদ? ফুঁসছেন সাধ্বী ঋতম্বরা, বাগেশ্বর বাবা, দেবকিনন্দন ঠাকুর ও মৌলনা ইয়াসুব