দলবদলের জল্পনার মধ্যেই দিল্লিতে কমল নাথ, কংগ্রেস নিয়ে স্পষ্ট অসন্তোষ তাঁর গলায়

কমল নাথ এদিন বলেছেন, এখনও তিনি পদত্যাগ করেননি। কিন্তু দলের মধ্যে যা চলছে তা কাম্য নয়। তিনি আরও বলেছেন, দলের মধ্যে যা হচ্ছে তাতে তিনি অসন্তুষ্ট।

 

লোকসভা নির্বাচানের আগে ছেলে নকুলকে সঙ্গে নিয়েই দল ছাড়ছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ। শনিবার সন্ধ্যায় মধ্যপ্রদেশ থেকে দিল্লিতে পৌঁছে গেছেন তিনি। সেখনেই সাংবাদিকদের মুখোমুখি দল বদলের জল্পনা আরও বাড়িয়ে দিয়েছেন। যদিও কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেবেন কিনা তা এখনও স্পষ্ট করেননি তিনি । তবে বলেছেন, দলের মধ্যে যা হচ্ছে তাতে তিনি যথেষ্ট অসন্তুষ্ট। তিনি সাংবাদিকদের বলেছেন, যদি কিছু হয় তাহলে সবার আগে তারাই জানতে পারবে। কমল নাথ কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে পারেন। তবে কেন্দ্রীয় বিজেপি নেতারা এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি। মধ্যপ্রদেশের বিজেপি নেতা ভিডি শর্মা জানিয়েছেন কমল নাথ দলে এলে তাঁকে স্বাগত জানান হবে।

কমল নাথ এদিন বলেছেন, এখনও তিনি পদত্যাগ করেননি। কিন্তু দলের মধ্যে যা চলছে তা কাম্য নয়। তিনি আরও বলেছেন, দলের মধ্যে যা হচ্ছে তাতে তিনি অসন্তুষ্ট। তিনি আরও বলেছেন, তিনি পাঁচ দশক আগে কংগ্রেসে যোগ দিয়েছেন। মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। মধ্য প্রদেশের ছিন্দওয়ারা লোকসভা কেন্দ্রের ৯ বারের সাংসদ ছিলেন কমল নাথ। বর্তমানে তাঁর ছেলে নকুল ওই কেন্দ্রের কংগ্রেসের সাংসদ। কমল নাথের দল ছাড়ার জল্পনার মধ্যেই শনিবার সকালে সোশ্যাল মিডিয়ার বায়ো থেকে নকুল কংগ্রেসের নাম মুছে দিয়েছেন। যাতে পিতা-পুত্রের দল বদলের জল্পনা আরও বেশি করে উস্কে দিয়েছে।

Latest Videos

কমল নাথের দল ছাড়ার জল্পনাঃ

দলের একটি অংশ বলছে মধ্যপ্রদেশের নির্বাচনে ভরাডুবির পর থেকেই কমল নাথ দলের মধ্যে কোনঠাসা। তাঁর ছেলে ছিন্দওয়ারা থেকে টিকিট পাওয়াও অনিশ্চিত। যদিও অন্য একটি অংশ মনে করছে কমল নাথকে রাজ্যসভা নির্বাচনে প্রার্থী করেনি কংগ্রেস। সেই কারণে তিনি দল ছাড়তে উদ্যোগী হয়েছে। যদিও এখনও প্রকাশ্যে কোনও কথাই জানানি কমল নাথ। সবমিলিয়ে লোকসভা ভোটের আগে কমল নাথের এই দলবদল কংগ্রেসের জন্য একটি বড় ধাক্কা বলেও মনে করছে অনেকে। আর মাত্র মাস দুয়েক পরেই লোকসভা নির্বাচন। মধ্য প্রদেশের প্রভাবশালী নেতা কমল নাথ। তাঁর দলবদলের প্রভাব ভোট বাক্সে পড়তে পারে।

আরও পড়ুনঃ

শিবু হাজরা ন্যাজাট থেকে গ্রেফতার, সন্দেশখালির ত্রাস শাহজাহান এখনও বেপাত্তা

সদগুরুর ইশা ফাউন্ডেশন ভারতীয় সেনা বাহিনীর ১১ হাজার কর্মী যোগ প্রশিক্ষণ দিয়েছে

BJP News: ৩৭০ আসন জয়ের লক্ষ্য বিজেপির বড় বৈঠক, উপস্থিত নরেন্দ্র মোদী- অমিত শাহ

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি