এবার কি ট্রেনে মোবাইল ও ল্যাপটপ নিয়ে যেতে গেলে পারমিশন লাগবে? বিশেষ নিয়ম চালু করল রেলমন্ত্রক

Published : Nov 03, 2023, 04:17 PM IST

দেশের লাইফলাইন ভারতীয় রেল। লক্ষ লক্ষ মানুষ, নানা ধরণের পন্য এই রেলের মাধ্যমে নিজেদের গন্তব্যে পৌঁছায়। প্রক্রিয়া পরিচালনা করার জন্য রেলের কিছু নিয়ম আছে‌। এবার যুক্ত হয়েছে নয়া নিয়ম। এবার থেকে নাকি ল্যাপটপ ও মোবাইলের জন্য নিতে হবে বিশেষ অনুমতি।

PREV
18

ল্যাপটপ ও মোবাইল নিয়ে যাওয়ার জন্য নিতে হবে বিশেষ অনুমতি। এই খবরে বেশ চিন্তায় যাত্রীরা। ঠিক কীভাবে নিতে হবে অনুমতি, কী তার প্রক্রিয়া, জেনে নিন পুরোটা।

28

চলতি বছর ফেব্রুয়ারিতেই রেলওয়ে রেড টারিফ রুল, ২০০০-কে পালটে লিথিয়াম, লিথিয়াম-আয়ন ব্যাটারি ও এই জিনিসগুলি দিয়ে তৈরি পণ্য রেলের পরিষেবার মাধ্যমে পরিবহণের অনুমতি দেওয়া হয়েছিল।

38

এই পরিষেবার সৌজন্যে মোবাইল ফোন, ল্যাপটপ ও ছোটো বৈদ্যুতিক গাড়ি-সহ বিভিন্ন জিনিস রেলের পার্সেল পরিষেবার মাধ্যমে গন্তব্যে পৌঁছানো হয়ে থাকে। আর এবার সেই নিয়মে এল আরও এক পরিবর্তন।

48

এবার থেকে লিথিয়াম এবং লিথিয়াম-আয়ন ব্যাটারি পরিবহণ করার সময় রেলের কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হবে। এবং নূন্যতম ৪৮ ঘন্টা আগে এই বিষয়ে ভারতীয় রেলকে নোটিশের মাধ্যমে জানাতে হবে।

58

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম এই বিষয়ে জানিয়েছে, এই ধরনের জিনিস পরিবহনের সময় রেলের নিয়ম অনুযায়ী প্যাকেজিং করতে হবে‌। এবং রেলের পক্ষ থেকে প্রতিটি জিনিসকে চেক করা হবে।

68

এক সরকারি আধিকারিক জানাচ্ছেন, "এই জিনিসগুলি পরিবহণের আগে ভারতীয় রেলের কর্মকর্তাদের কাছে চেক করাতে হবে। আর এর পরই ট্রেনে তোলা যাবে।"

78

এখন স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন জাগছে যে, কেন এমন কড়াকড়ি? আসলে লিথিয়াম সংক্রান্ত জিনিসপত্রে খুব সহজে আগুন ধরে যায়। চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে পাঁচবার এমন আগুন লেগেছে।

88

গত সেপ্টেম্বরেও দুবার আগুন লাগার ঘটনার সম্মুখীন থেকেছে রেল। গত বছরেও দু'বার এরকম ঘটনা ঘটেছিল। আর এরকম দুর্ঘটনা এড়াতেই এই বিশেষ সতর্কতা।

click me!

Recommended Stories