সলমন-শাহরুখের পর এবার মিঠুন চক্রবর্তী! পাকিস্তান থেকে প্রাণনাশের হুমকি পেলেন অভিনেতা তথা বিজেপি নেতা

সলমন খান, শাহরুখ খানের পর এবার প্রাণনাশের হুমকি পেলেন মিঠুন চক্রবর্তী। অভিনেতা তথা বিজেপি নেতা সুদূর পাকিস্থান থেকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে।

 

Saborni Mitra | Published : Nov 11, 2024 3:01 PM
110
মিঠুনকে প্রাণনাশের হুমকি

সলমন খান, শাহরুখ খানের পর এবার প্রাণনাশের হুমকি পেলেন মিঠুন চক্রবর্তী। গত দুই মাসের একের পর এক বলিউড স্টারকে প্রাণনাশের হুমকি দেওযা হচ্ছে।

210
সলমন-শাহরুখকে হুমকি

দীর্ঘ দিন ধরেই লরেন্স বিষ্ণোইর হুমকির মুখে রয়েছেন বলিউড ভাইজান। সম্প্রতি শাহরুখ খানকেও প্রাণনাশের হুমকি দিয়েছিলে এই গ্যাংস্টার। এবার তালিকায় নতুন সংযোজন মিঠুন।

310
পাকিস্তানের গ্যাংস্টার

পাকিস্তানের গ্যাংস্টার শাহাজাদা ভাট্টি অভিনেতা তথা বিজেপি নেতাকে প্রাণ নাশের হুমকি দিয়েছে।

410
ভিডিও বার্তায় হুমকি

পাকিস্তানের গ্যংস্টার শাহজাদা ভাট্টি অভিনেতাকে হুমকি দিয়েছে। বলেছে, যদি আগামী ১০-১৫ দিনের মধ্যে মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে ক্ষমা না চায় তাহলেই জানে মেরে দেওয়া হবে।

510
মিঠুনের বিরুদ্ধে অভিযোগ

পাক গ্যাংস্টারের দাবি মিঠুন চক্রবর্তী সম্প্রতি মুসলিম সম্প্রদায়ের মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। আর সেই কারণেই বদলা নিতে চায় সে। তাই প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

610
মিঠুনকে সময়সীমা

পাক গ্যাংস্টার মিঠুনকে মাত্র ১০-১৫ দিন সময় দিয়েছে। এর মধ্যে মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে ক্ষমা চাইতে বলে বলিউড সুপারস্টারকে। তা না হলেই খুন করার হুমকি দিয়েছে।

710
মিঠুনের বক্তব্য

আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সামনেই বলছি, যা করতে হয় সব করব। এই সব কিছুর মধ্যে অনেক অর্থ লুকিয়ে রয়েছে। আমাদের এখানকার এক নেতা বলেন, ৭০ শতাংশ মুসলিম, ৩০ শতাংশ হিন্দু। কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। ভাবলাম, মুখ্যমন্ত্রী তাঁকে কিছু বলবেন। এমন কথা না বলতে বলবেন। কিছু হল না। আমি মুখ্যমন্ত্রী নই। কিন্তু বলে রাখছি, ভাগীরথী নদী আমাদের মা। তাই ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেব না। কিন্তু তোমার মাটিতেই তোমাকে পুঁতে দেব!

810
হুমায়ূন কবীরের পাল্টা জবাব

লোকসভা নির্বাচনের প্রচারের সময়ই এই কথা বলেছিলেন তৃণমূল কংগ্রেস নেতা। তারই পাল্টা উত্তর দেন মিঠুন চক্রবর্তী। অনেকেই মনে করছেন এই মন্তব্যের জন্যই মিঠুনকে নিশানা করেছে পাকিস্তানের গ্যাংস্টার।

910
অমিত শাহের সামনে মন্তব্য

সম্প্রতি রাজ্য সফরে এসেছিলেন বিজেপি নেতা অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনেই ইজেডসিসিতে বিজেপির একটি দলীয় কর্মসূচিতে এই মন্তব্য করেন মিঠুন।

1010
মিঠুনের বিতর্কিত মন্তব্য

'এটা অভিনেতা মিঠুন চক্রবর্তী বলছে না। ১৯৬৮ সালের ২৮ বছর বয়সি মিঠুন বলছে। রাজনীতি করেছি। রক্তের রাজনীতি করেছি। সব জানি, কে কোথা থেকে কী করবে। আপনাদের পাশে চাই। সাহস চাই। বুক চিতিয়ে এগিয়ে আসতে হবে'। এই মন্তব্যের জন্য ইতিমধ্যেই অভিনেতার নমে শহরের একাধিক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos