বড় ঘোষণা রাজ্যের! অবশেষে DA বাড়ল সরকারি কর্মচারীদের! ৪ কিস্তিতে বকেয়া মেটানোর বিজ্ঞপ্তি জারি

কেন্দ্র সুখবর দিয়েছে আগেই। এবার সেই পথে হেঁটেই ভালো খবর দিল রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করা হল। জানা গিয়েছে ৪ কিস্তিতে বকেয়া টাকা মেটাবে সরকার। কত টাকা বাড়তি ঢুকবে অ্যাকাউন্টে

Parna Sengupta | Published : Nov 10, 2024 9:54 AM IST
112

কিছুদিন আগেই সরকারি কর্মীদের (Government Employees) ডিএ বৃদ্ধি (DA Hike) করেছে কেন্দ্র সরকার। তারপর থেকেই কেন্দ্রের দেখানো পথে হেঁটে একের পর এক রাজ্যও ডিএ বৃদ্ধি করছে।

212

এবার ফের আরও এক রাজ্যে ডিএ বৃদ্ধির ঘোষণা। ষষ্ঠ বেতন কমিশনের আওতায় রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করা হল।

312

ইতিমধ্যেই সেই বিষয়ে রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানিয়ে রাখি, ষষ্ঠ বেতন কমিশনের আওতায় যে সকল সরকারি কর্মীরা ডিএ পান, তাঁদের নয় শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করা হয়েছে সরকার তরফে।

412

শুধু তাই নয়, তাদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছে রাজ্য সরকার। জানিয়ে রাখি, সম্প্রতি এই ঘোষণা করেছে রাজ্য সরকার।

512

সম্প্রতি রাজ্যের অর্থ দফতরের তরফে মহার্ঘ ভাতা নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, ষষ্ঠ বেতন কমিশনের আওতায় থাকা রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নয় শতাংশ বাড়ানো হচ্ছে।

612

এই নয়া ডিএ যা কার্যকর হবে ২০২৪ সালের জানুয়ারি থেকে। জানিয়ে রাখি, এর আগে ২৩০ শতাংশ হারে মহার্ঘ ভাতা প্রদান করা হত এই সরকারি কর্মীদের। এবার তা বেড়ে হচ্ছে ২৩৯ শতাংশ।

712

নভেম্বর মাসের বেতনের সঙ্গেই এই বর্ধিত হারে ডিএ মিলবে। অর্থাৎ এবার থেকে সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ২৩৯ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন।

812

পাশাপাশি নয় মাসের বকেয়া ডিএ দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। তবে কিস্তিতে মিলবে সেই বকেয়া।

912

২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যে বকেয়া ডিএ আছে তা চার কিস্তিতে সমপরিমাণ টাকা দিয়ে মিটিয়ে দেওয়া হবে।

1012

নভেম্বর বাদ দিয়ে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চে মাসে বকেয়া ডিএ পাবেন সরকারি কর্মীরা।

1112

সরকারি ঘোষণায় আরও বলা হয়েছে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর, এই সময়ের মধ্যে কোনো রাজ্য সরকারি কর্মচারীর যদি মৃত্যু হয়ে থাকে তাহলে তিঁনি যার নাম উল্লেখ করে গিয়েছিলেন, তাকে ডিএ দেওয়া হবে।

1212

অবসরপ্রাপ্তদের এরিয়ারের টাকা মিটিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে মধ্যপ্রদেশ সরকার।

Share this Photo Gallery
click me!

Latest Videos