মধ্যপ্রদেশে দলিত যুবককে নগ্ন করে গণপিটুনি, পুলিশের জালে ৩ অভিযুক্ত

আবার গণপিটুনির ঘটনা। বিজেপি (BJP) শাসিত মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ঘটনা এটি। গণপিটুনির শিকার হলেন এক দলিত যুবক।

আবার গণপিটুনির ঘটনা। বিজেপি (BJP) শাসিত মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ঘটনা এটি। গণপিটুনির শিকার হলেন এক দলিত যুবক।

মধ্যপ্রদেশের ছতরপুর জেলার ওই ঘটনায় গুরুতর জখম (Inured) হয়েছেন আক্রান্ত ঐ যুবক। এদিকে এই ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ (Police)।

Latest Videos

সোশ্যাল মিডিয়াতে (Social Media) ঐ ঘটনার ভিডিও (Video) ছড়িয়ে পড়তেই গোটা মধ্যপ্রদেশ জুড়ে শুরু হয়েছে বিতর্ক। তবে কেন হটাৎ ঐ যুবককে মারধর করা হল, সেই বিষয়ে কিছুই বলেনি পুলিশ।

ছতরপুরের পুলিশ সুপার (Police Super) আগম জৈন বুধবার জানান, “রাতে বাড়ি ফিরছিলেন ঐ যুবক। সেইসময় কোতোয়ালি থানার সীমানায় তাঁকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়। তারপর তাঁকে মারধর করেন এই অভিযুক্তেরা।”

ভিডিওটিতে দেখা যাচ্ছে, আক্রান্তের মাথা ফেটে রীতিমতো রক্ত পড়ছে। তার মধ্যেই তাঁকে বেল্ট এবং পিস্তলের বাট দিয়ে আঘাত করছেন কয়কজন হামলাকারী। পুলিশ সুপার জানিয়েছেন, ঐ ভিডিও দেখে পরিচয় সম্পর্কে নিঃসংশয় হওয়ার পরই তিনজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন দেব ওরফে দেবেন্দ্র ঠাকুর, লাকি ঘোসী এবং আন্নু ঘোসী।

এমনকি তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে পিস্তলও। আগম জৈন বলেন, “ধৃত ৩ জন অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও একবার ফৌজদারি মামলা দায়ের হয়েছিল বলে তদন্তে জানা গেছে।”

সবমিলিয়ে, দেশে আবারও এক গণপিটুনির ঘটনা ঘটল। বলা যায়, সমাজের নিম্নবর্ণের মানুষের ওপরই ফের একবার আক্রমণের ঘটনা ঘটল। তাও আবার বিজেপি (BJP) শাসিত মধ্যপ্রদেশে। গণপিটুনির শিকার হলেন এক দলিত যুবক। আর এই ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ (Police)।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন