দিল্লীতে আসলে ‘আপ’ হল একটি বিপর্যয়, উন্নয়ন জারি রেখেছে কেন্দ্রই: বললেন মোদী

দিল্লীতে সমস্ত উন্নয়ন কেন্দ্রই করেছে। 

বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণার কয়েকদিন আগে দিল্লীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশাল জনসভা। রোহিণীতে নির্বাচনী জনসভায় মোদী অংশগ্রহণ করেন। দিল্লীর বিপর্যয় হল ‘আপ’ বলে প্রধানমন্ত্রী দাবি করেন। এবার দিল্লীতে সরকার গঠনের সুযোগ বিজেপিকে দিতে হবে বলেও মোদি অনুরোধ করেন।

দিল্লীতে জনকল্যাণমূলক প্রকল্পগুলি অব্যাহত থাকবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বাস দিয়েছেন। আগামী ২৫ বছর দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নত ভারতের স্বপ্নপূরণে দিল্লীর সমর্থন প্রয়োজন। দিল্লীতে সমস্ত উন্নয়ন কেন্দ্রই করেছে। বস্তিবাসীদের বাড়ি দিয়েছে কেন্দ্র। বিজেপি কর্মীদের এই বিষয়টি জনগণকে বোঝাতে হবে বলে মোদী আহ্বান জানিয়েছেন। কেন্দ্রের মতো রাজ্যেও বিজেপিকে ক্ষমতায় আসতে হবে। 

Latest Videos

বিজেপিই কেবল দিল্লীতে উন্নয়ন আনতে পারে। এবার সরকার গঠনের সুযোগ বিজেপিকে দিতে হবে বলেও তিনি অনুরোধ করেন।

দিল্লীর বিপর্যয় হল ‘আপ’ এই মন্তব্য মোদী বারবার করেছেন। দিল্লীর গণপরিবহন ব্যবস্থা ‘আপ’ ধ্বংস করেছে। বাসগুলি ঠিকমতো রক্ষণাবেক্ষণ করতেও রাজ্য সরকার ব্যর্থ হয়েছে। বিজেপি ক্ষমতায় এলে জনগণের জন্য যে কোনও কল্যাণমূলক প্রকল্প বন্ধ হবে না বলেও মোদী জানিয়ে দিয়েছেন। অন্যদিকে, রোহিণীতে প্রধানমন্ত্রীর বক্তৃতা নিয়ে আবার ব্যঙ্গ করেচে আপ। দিল্লীর বিজেপির মতো মোদীর টেলিপ্রম্পটারও ব্যর্থ বলে ‘আপ’ ব্যঙ্গ করে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: ভারতবর্ষকে চরম অপমান মমতার, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বড় পদক্ষেপ শুভেন্দু অধিকারীর
Myanmar-Thailand কাঁপল ভয়াবহ জোড়া ভূমিকম্পে! ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা, কাঁপল Kolkata-ও
'মুসলমানরা আমার দোকান-বাড়ি সব শেষ করে দিয়েছে', শুনুন মোথাবাড়ির এক বাসিন্দার ভয়াবহ অভিজ্ঞতার কথা
Bhangar News: গণতন্ত্র শেষ! পুলিশের সামনেই লাঠি-বাঁশ দিয়ে সাংবাদিকদের মারধর, ঘটনায় ফুঁসছে সংবাদমহল
‘বিরোধীরা গোপন মিটিং করছে যা শুনলে গায়ে কাঁটা দেবে!’ চাঞ্চল্যকর দাবি Mithun Chakraborty-র