Modi Wishes: বিজয়া দশমীর দিন দেশবাসীকে শুভেচ্ছা মোদীর, সকাল সকাল দিলেন বিশেষ বার্তা

Published : Oct 02, 2025, 09:13 AM ISTUpdated : Oct 02, 2025, 10:36 AM IST
PM Narendra Modi in RSS centenary celebrations

সংক্ষিপ্ত

আজ দেশজুড়ে পালিত হচ্ছে বিজয়া দশমী ও দশেরা। একদিকে যেমন উমা বিদায়ের সুরে সিঁদুর খেলায় মেতেছে বাংলা, তেমনই উত্তর ভারতে চলছে রাবণ বধ। এই বিশেষ দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

আজ দশমী। উমা বিদায়ের সুর ধ্বনিত হচ্ছে সর্বত্র। আবার একটা বছরের অপেক্ষা। আজ সর্বত্র সিঁদুর খেলায় মেতে উঠবেন সকলে। মিষ্টি মুখ থেকে কোলাকুলির একাত্ম হওয়ার পাতা আজ। আজ তেমনই উত্তর ভারতে পালিত হচ্ছে দশেরা। দশেরাতে আজ হয় রাবণ বধ। মনের অন্ধকার রূপী রাবণকে বধ করে আজ শুভর আলো বিনাশে মাতবেন সকলে। আজ গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে একাধিক উৎসব। এই বিশেষ দিনে দেশ বাসীকে জানালেন শুভেচ্ছা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে বলেছেন, এটি মন্দের ওপর ভালোর এবং মিথ্যার ওপর ধার্মিকতার বিজয় উদযাপন করে। সাহস, প্রজ্ঞা এবং ভক্তি সর্বদা আমাদের পথ দেখাক। আমার সকল ভারতীয়দের বিজয়া দশমীর শুভেচ্ছা জানাচ্ছি।

এদিকে আবার ভূজ সামরিক ঘাঁটিতে কর্মীদের উদ্দেশ্যে রাজবাথ সিং বলেন যে, তিনি ভাগ্যবান যে তার পরিবারের সদস্যদের সঙ্গে দশেরা উদযাপনের সুযোগ পেয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রী হলেন, বিজয়াদশমীর পবিত্র উৎসব আপনাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ মন্দের ওপর ভালো, অধর্মের ওপর ধার্মিকতার এবং মিথ্যার ওপর সত্যের বিজয়ের প্রতীক।

এদিকে সারা দেশে আজ বিজয়া দশমীর উৎসব ধুমধামের সঙ্গে পালন করা হচ্ছে। এই উৎসব মন্দের উপর ভালোর জয়ের প্রতীক। এবারের দশেরা এই কারণেও বিশেষ কারণ ২২ এপ্রিল ২০২৫-এ জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় শহিদ হওয়া ২৬ জন পর্যটকদেরও শ্রদ্ধা জানানো হবে।

জানা গিয়েছে, রামলীলার অনুষ্ঠানে সন্ত্রাসবাদের কুশপুত্তলিকা পুড়িয়ে শহিদদের স্মরণ করা হবে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবার যমুনাপারে দশেরা পালন করবেন। এর সঙ্গে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, উপ-রাজ্যপাল ভি.কে. সাক্সেনা এবং অভিনেতা ববি দেওলও বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। আইপি এক্সটেনশনের শ্রীরামলীলা কমিটি ৭২ ফুট লম্বা রাবণ, ৬৬ ফুট লম্বা কুম্ভকর্ণ এবং ৬০ ফুট লম্বা মেঘনাদের কুশপুত্তলিকা তৈরি করেছে। এগুলো ফরুখনগরের কারিগর মোহাম্মদ আজম ও তার দল তৈরি করেছে। প্রধানমন্ত্রীর সফরের খবরে স্থানীয় মানুষ খুবই উৎসাহিত।

 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Indian Railways: এবার তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে বড়সড় রদবদল, জানিয়ে দিল রেল
রজস্বলা নাবালিকাকে একটা স্যানিটারি ন্যাপকিন দিতে ব্যর্থ ইন্ডিগো, বাবার কাতর আর্জির ভিডিয়ো ভাইরাল