মমতাকে টেক্কা মোদীর, মাসিক ভাতার সঙ্গে প্রতি মাসে মিলবে ৩০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ, দেখে নিন কারা পাবেন

মোদী সরকারের নতুন প্রকল্প 'প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা'র আওতায় নির্দিষ্ট আয়ের পরিবারগুলি বিনামূল্যে বিদ্যুৎ পাবে। আবেদনের জন্য আধার কার্ড, ঠিকানার প্রমাণপত্র, আয়ের শংসাপত্র সহ অন্যান্য নথি প্রয়োজন।
Sayanita Chakraborty | Published : Dec 18, 2024 10:40 AM
110

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রকল্পের উদ্বোধন। চালু করেন একাধিক ভাতা।

210

রাজ্যবাসীর সুবিধার্থে নানান সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন মমতা সরকার। যার খ্যাতি সর্বত্র। এবার মমতাকে টেক্কা দিচ্ছেন মোদী।

310

প্রতি মাসে বিনামূল্যে বিদ্যুৎ দেবে মোদী করকার। এবার দেখে নিন কারা পাবেন সুবিধা। কীভাবে আবেদন করবেন। রইল বিস্তারিত।

410

খ্যাতি পেয়েছে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা। যে সকল পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ থেকে দেড় লক্ষ তারা আবেদন করতে পারেন।

510

পরিবারের কোনও সদস্য সরকারি চাকরি না করলে এবং আয়কর প্রদানকারী না হলে আবেদন করতে পারেন।

610

আবেদন করতে প্রয়োজন আধার কার্ড, বেসিক অ্যাড্রেস প্রুফ, আয়ের শংসাপত্র, রেশন কার্ড, মোবাইল নম্বর ও বিদ্যুৎ বিল।

710

প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা-র জন্য আবেদন করতে হবে অনলাইনে। pmsuryaghar.gov.in ওয়েবসাইটে যান। সেখানে লগ ইন করলে ফর্ম পাবেন।

810

সেই ফর্ম ফিলআপ করুন এবং প্রয়োজনীয় সকল নথি আপলোড করুন। এতে মিলবে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার সুবিধা।

910

এই স্কিমটি উত্তরপ্রদেশে ঘোষণা করেছেন মোদী। এই প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার আওতায় যারা আসবেন তাদের বাড়িতে সোলার সিস্টেম বসানো হবে।

1010

প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা-র সাহায্যে মাসে ৩০০ ইউনিট করে ফ্রি পাবেন সকলে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos