৩০০০ টাকা অবধি বাড়ল বেতন! অল্প হলেও বাড়ল DA! বছর শেষের আগেই সুখবর

বছর শেষের আগে ফের একবার মহার্ঘ ভাতা বাড়ানোর সুখবর মিলল। ২.২% হারে ডিএ (Dearness Allowance) বৃদ্ধি! কবে থেকে কার্যকর হবে? তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সরকারি কর্মীরা। তবে জানা গিয়েছে মাসে ৩০০০ টাকা বেতন বেড়েছে তাঁদের।

Parna Sengupta | Published : Dec 18, 2024 4:00 AM IST
110

দীপাবলির আবহেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ (Dearness Allowance) বৃদ্ধির সুখবর পেয়েছেন। ৩% হারে মহার্ঘ ভাতা বাড়িয়েছে কেন্দ্র।

210

বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীন ৫৩% হারে ডিএ পাচ্ছেন তাঁরা।

310

এরপর কেন্দ্রের দেখানো পথে হেঁটে একাধিক রাজ্যের সরকার ডিএ (DA) বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করেছে।

410

এবার যেমন বছর শেষের আগে ফের একবার মহার্ঘ ভাতা বাড়ানোর সুখবর মিলল।

510

নতুন বছরের প্রাক্কালে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ফের এক দফায় ডিএ বৃদ্ধি নিয়ে বিস্তর জল্পনা কল্পনা চলছে।

610

সেই সঙ্গেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা কবে ‘সুখবর’ পাবেন তা নিয়ে চর্চা অব্যাহত।

710

এই আবহে ২.২% হারে ডিএ বৃদ্ধির কথা বলা হয়েছে।

810

জানানো হয়েছে, চলতি ডিসেম্বর মাস থেকে ২০.১% হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে। সেই সঙ্গেই বলা হয়েছে, আগামী বছর ফেব্রুয়ারি মাস অবধি এই হারে ডিএ মিলবে।

910

জানা যাচ্ছে, নয়া হারে ডিএ কার্যকর হওয়ার পর নূন্যতম ২৫৫ টাকা এবং সর্বাধিক ৩০০০ টাকা বেতন বাড়বে। এর ফলে লক্ষাধিক কর্মী উপকৃত হবেন বলে খবর।

1010

ঝাড়খণ্ডের কয়লা শ্রমিকদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos