২০২৫ সালে বাড়তে চলেছে ডিএ, কবে এবং কতটা DA বাড়াবে সরকার, দেখে নিন সহজ হিসেব
কেন্দ্রের এক সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন সরকারি কর্মীরা। যা সকলের জীবন বদলে দিতে পারে বৈকি। এই অপেক্ষা হল মহার্ঘ্য ভাতা বা ডিএ (Dearness allowance)- র। কবে হবে চূড়ান্ত ঘোষণা, কত শতাংশ বাড়বে মহার্ঘ্য ভাতা! আজ রইল সহজ হিসেব।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য পরবর্তী মহার্ঘ ভাতা সংশোধন ২০২৫ সালের জানুয়ারিতে হওয়ার কথা।
তবে, এই বিষয়ে ঘোষণায় কিছুটা সময় লাগতে পারে বলে খবর। অর্থাৎ কিছুটা সময় আরও অপেক্ষা করতে হবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের।
সরকার DA সংশোধনের চূড়ান্ত গণনায় পৌঁছানোর জন্য ডিসেম্বর মাস পর্যন্ত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (এআইসিপিএন) সংখ্যার জন্য অপেক্ষা করবে।
প্রশ্ন উঠছে, ২০২৫ সালের জানুয়ারিতে ডিএ বৃদ্ধির ঘোষণা কবে করবে সরকার?
বর্তমান সময়ে কোটি কোটি কেন্দ্রীয় সরকারি কর্মী ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। আগামী দিনে এই মহার্ঘ ভাতার পরিমাণ কিছুটা হলেও বাড়তে পারে বলে খবর।
সরকারি নিয়ম অনুযায়ী, জানুয়ারি-জুন এবং জুলাই-ডিসেম্বর, এই সময়ের মধ্যে কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বছরে দু’বার ডিএ-ডিআর বৃদ্ধির কথা ঘোষণা করে কেন্দ্র।
ডিএ গণনার জন্য একটি বিশেষ সংখ্যা বা সূচকের প্রয়োজন হয়। সরকার সাধারণত ছয় মাসের চূড়ান্ত গণনা পাওয়ার পরে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়।
জুলাই-ডিসেম্বর সময়কালের জন্য ডিএ বৃদ্ধি এই বছরের অক্টোবরে ঘোষণা করা হয়েছিল এবং পরবর্তী ঘোষণাটি ২০২৫ সালের মার্চ মাসে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, চলতি বছরের ৬ মার্চ মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়িয়ে মূল বেতনের ৫০ শতাংশ করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। এর পরে অক্টোবরে আরও ৩% বৃদ্ধি পেয়েছিল। ফলে এখন সকলের ডিএ-র পরিমাণ ৫৩%।
কেন্দ্রীয় সরকার ২০২৫ সালের জানুয়ারির ডিএ ৩% বৃদ্ধি করে, তবে ন্যূনতম বেতন ৫৪০ টাকা বাড়বে, কারণ কেন্দ্রীয় কর্মীদের জন্য বর্তমান ন্যূনতম বেসিক বেতন ১৮,০০০ টাকা।
একইভাবে, পেনশনভোগীদের জন্য বর্ধিত হবে ২৭০ টাকা, কারণ বর্তমানে কেন্দ্রীয় সরকারের পেনশনভোগীদের জন্য ন্যূনতম পেনশন ৯,০০০ টাকা।