সরকারের নয়া প্রকল্পে মিলবে লক্ষ্মী ভাণ্ডারের দ্বিগুণ টাকা! কিভাবে আবেদন করবেন জানুন বিস্তারিত

Published : Jan 13, 2025, 10:06 AM ISTUpdated : Jan 13, 2025, 10:14 AM IST

মোদী সরকারের নতুন প্রকল্প 'মহিলা সম্মান যোজনা'য়  মহিলারা পাবেন প্রতি মাসে লক্ষ্মী ভাণ্ডারের দ্বিগুণ টাকা। এই প্রকল্পে নাম নথিভুক্ত করার বিষয়ে জেনে নিন বিস্তারিত-

PREV
112

একেবারে রাজ্যের লক্ষ্মী ভাণ্ডারের মতোই মোদী সরকার চালু করল এক নয়া প্রকল্প, যার নাম মহিলা সম্মান যোজনা।

212

এই প্রকল্পে ১৮ বছরের বেশি মহিলারা তাদের নাম নথি ভুক্ত করতে পারবেন। 

312

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই এবার মোদী সরকার বাংলার মহিলাদের উন্নতির জন্য তাঁদের একাউন্টে সরাসরি দেবেন মাসিক ২১০০ টাকা। 

412

তবে জেনে নেওয়া যাক কিভাবে এই প্রকল্পে নাম তথিভু্ক্ত করবেন।

512

আপনি যদি এই দেশের স্থায়ী নাগরিক হন এবং আপনার বয়স যদি ১৮ বছরের বেশি হয় তবেই কেল্লাফতে।

612

আপনি সহজেই এই মহিলা সম্মান যোজনার ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। 

712

অথবা সাধারণ কোও সেবা কেন্দ্রে গিয়ে সরাসরি নিজের নাম নথিভুক্ত করতে পারেন।

812

এরজন্য আপনার পরিচয় পত্র-সহ প্রয়োজন বিশেষ কিছু নথির। 

912

এছাড়া মহিলাদের নিজস্ব একটি অ্যাকাউন্ট থাকা আবশ্যক। 

1012

তবেই এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন।

1112

এরপর সরকারের তরফ থেকে নথি যাচাই করার পরেই আপনার অ্যাকাউন্টে ২১০০ টাকা ঢোকা শুরু হয়ে যাবে। 

1212

যাতে মিলবে লক্ষ্মী ভাণ্ডারের দ্বিগুণ টাকা।

click me!

Recommended Stories