এবার থেকে টানা ৪২ দিন ছুটি নেওয়া যাবে! ডিএ না বাড়লেও সরকারি কর্মীদের জন্য দারুন এক সুখবর

সরকারি কর্মীদের জন্য দারুন একটি সুখবর। বহুদিন ধরে ডিএ বৃদ্ধির অপেক্ষায় থাকা কর্মীদের জন্য এবার কেন্দ্র সরকারের তরফে আরো একটি বিশেষ সুবিধার কথা ঘোষণা করা হয়েছে। এবার সরকারি কর্মীরা ৪২ দিনের অতিরিক্ত ছুটি পাবেন।

Parna Sengupta | Published : Jan 12, 2025 9:19 PM
113

এবার থেকে টানা ৪২ দিন ছুটি নেওয়া যাবে! সরকারি কর্মীদের জন্য দারুণ খবর।

213

ডিএ না বাড়লেও সরকারি কর্মীদের জন্য দারুন এক সুখবর

313

বহুদিন ধরে ডিএ বৃদ্ধির অপেক্ষায় থাকা কর্মীদের জন্য এবার কেন্দ্র সরকারের তরফে আরো একটি বিশেষ সুবিধার কথা ঘোষণা করা হয়েছে।

413

তবে এই ছুটি সবার জন্য নয়। নির্দিষ্ট একটি শর্ত পূরণ করলেই এই ছুটি পাওয়া যাবে।

513

ডিএ না পেলেও এই নির্দেশ পেয়ে দারুণ খুশি সরকারি কর্মীরা।

613

কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী যে সমস্ত সরকারি কর্মচারীরা অঙ্গ দান করবেন তারাই শুধুমাত্র ৪২ দিনের অতিরিক্ত ছুটির জন্য যোগ্য হবেন।

713

এই ছুটি ক্যাজুয়াল লিভ হিসেবে গণ্য করা হবে এবং এটি শুধুমাত্র অঙ্গ দানকারীদের উৎসাহিত করার জন্যই প্রযোজ্য।

813

অঙ্গ দানের জন্য এই ছুটি পেতে হলে সরকারি কর্মীকে কিছু শর্ত পূরণ করতে হবে। সেগুলি হল-

913

অঙ্গ দানের জন্য পূর্ব অনুমোদন- অঙ্গ দানের সিদ্ধান্ত নেওয়ার পর সংশ্লিষ্ট দপ্তরকে অবশ্যই লিখিতভাবে জানাতে হবে।

1013

চিকিৎসকের প্রমাণপত্র- অঙ্গ দানের প্রক্রিয়া সম্পন্ন হলে চিকিৎসকের পক্ষ থেকে প্রমাণপত্র দাখিল করতে হবে এবং সেটি সংশ্লিষ্ট দপ্তরে জমা দিতে হবে।

1113

অস্ত্রোপচারের আগে ও পরে ছুটি- সাধারণত অস্ত্রোপচারের পরে টানা সাত দিনের ছুটি অনুমোদিত হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে অস্ত্রোপচারের আগে থেকে ছুটি শুরু করা যেতে পারে।

1213

কর্মীরা চাইলে টানা ৪২ দিনের ছুটি নিতে পারেন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ছুটি ভাগে ভাগে নেওয়া যেতে পারে।

1313

এই ছুটি শুধুমাত্র অঙ্গ দানের জন্যই অনুমোদিত হবে। অন্য কোন কাজে এই ছুটি ব্যবহার করা যাবে না।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos