আগামী ১৯ জুলাই অর্থাৎ সামনের সপ্তাহ থেকে শুরু হবে সংসদের বাদল অধিবেশন। বাদল অধিবেশনে কেন্দ্রীয় সরকার প্রায় ২৩টি বিল পেশ করতে পারে বলে সূত্রের খবর। তাই গতবারের মত এবারও উত্তাল হতে পারে সংসদ। অন্যদিকে সংসদের বাইরে কৃষকরা আন্দোলন দেখাবেন বলেও আগে থেকেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। যার কিছুটা আঁচ সংসদের ভিতরে পড়বে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।
আগামী ১৯ জুলাই অর্থাৎ সামনের সপ্তাহ থেকে শুরু হবে সংসদের বাদল অধিবেশন। বাদল অধিবেশনে কেন্দ্রীয় সরকার প্রায় ২৩টি বিল পেশ করতে পারে বলে সূত্রের খবর। তাই গতবারের মত এবারও উত্তাল হতে পারে সংসদ। অন্যদিকে সংসদের বাইরে কৃষকরা আন্দোলন দেখাবেন বলেও আগে থেকেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। যার কিছুটা আঁচ সংসদের ভিতরে পড়বে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।
২৩টি বিলের মধ্যে ১৭টি বিল নতুন বিল পেশ করা হবে সংসদে। তিনটি বল হল দ্যা ইনসলভেন্সি অ্যান্ড ব্যাঙ্করুপটি কোড (অ্যামেন্ডমেন্ট বিল)। এজাতীয় বিলের মাধ্যমে ঋণখেলাপীদের বিরুদ্ধে দ্রুত ব্য়বস্থা নেওয়া যাবে। দিল্লি ও সংলগ্ন এলাকার পরিবেষ দূষণ মোকাবিলা করার জন্য একটি বিল আনা হতে পারে। এছাড়া কেন্দ্র শাসিত আঞ্চল লাদাখে একটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে মোদী সরকারের। সেই সংক্রান্ত একটি বিলও পেশ করা হবে সংসদে।
অন্যদিকে ১৯ জুলাই বাদল অধিবেশন শুরু হওয়ার সময় থেকে দিল্লিতে কৃষকরাও আন্দোলনের সুর চড়াবেন বলে আগে থেকেই হুমকি দিয়ে রেখেছে। সংসদে অধিবেশন চলাকালীন নিত্যদিন প্রায় ২০০ কৃষক বাইরে বিক্ষোভ দেখাবে। কেন্দ্রীয় সরকারের পাশ করা নতুন তিনটি কৃষি বিল অবিলম্বে বাতিল করার দাবিতেও সরব হবেন তাঁরা।
আগামী সোমবার থেকে সংসদে বাদল অধিবেশ শুরু হলেও এবার তুলনামূলকভাবে অনেকটাই শিথিল হচ্ছে করোনা নীতি। এবার আর সাংসদদের জন্য বাধ্যতামূলক নয় করোনা পরীক্ষা। করোনাকাল শুরু পরে গত বছর বাদল অধিবেশনেও করোনা নীতি যথেষ্ট কড়া ছিল। এবার সংসদে উপস্থিত থাকবে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার নতুন সদস্যরাও।