সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিলেই মিলবে ১৫ হাজার, টাকা দেবে মোদী সরকার, কীভাবে আবেদন করবেন

Published : Jan 21, 2025, 04:45 PM IST

পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সমাজসেবা মূলক প্রকল্পের সাথে প্রতিযোগিতা করতে, কেন্দ্রীয় সরকার চাকরি প্রার্থীদের জন্য আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া প্রার্থীদের এককালীন ১৫ হাজার টাকা দেওয়া হবে বলে জানা গেছে।

PREV
110

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রকল্প চালু করেছেন। সমাজসেবা মূলক নানান প্রকল্প নিয়ে এনেছেন পড়ুয়া থেকে বৃদ্ধ সকলের জন্য।

210

কন্যাশ্রী, যুবশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতার মতো নানান প্রকল্প চালু করেছে মমতা সরকার।

310

মমতাকে টেক্কা দিতে মোদীও বিভিন্ন প্রকল্প এনেছেন। গর্ভবতী মহিলাদের যেমন টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। তেমনই টাকা দেওয়া হচ্ছে বাড়ি বানাতে।

410

এবার মমতাকে টেক্কা দিতে চাকরি প্রার্থীদের জন্য বিশেষ প্রকল্প নিয়ে এল মমতা সরকার।

510

জানা গিয়েছে, এবার চাকরি প্রার্থীদের ১৫ হাজার করে দেবে মোদী সরকার। শুধু চাকরির জন্য প্রস্তুতি নিলেই মিলবে টাকা।

610

সরকারি চাকরির জন্য যারা পড়াশোনা করছেন তাদের এককালীন ১৫ হাজার টাকা করে দেবে মোদী সরকার।

710

দিল্লির নির্বাচনে ভোটব্যাঙ্কে বাড়তি জোর পেতে পড়ুয়াদের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করল বিজেপি।

810

এমনই প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। সঙ্গে অটো ও ট্যাক্সি চালকদের ১০ লক্ষ টারার জীবন মীবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

910

এবার টাকা দেবে মোদী সরকার। দিল্লি নির্বাচনের জয় পেতে দিলেন প্রতিশ্রুতি।

1010

সরকারি চাকরির জন্য যারা পড়াশোনা করছেন, তাদের এককালীন ১৫ হাজার করে দেবেন সরকার। বিজেপির ক্ষমতায় এলে তবেই মিলবে এই টাকা।

click me!

Recommended Stories