মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রকল্প চালু করেছেন। সমাজসেবা মূলক নানান প্রকল্প নিয়ে এনেছেন পড়ুয়া থেকে বৃদ্ধ সকলের জন্য।
কন্যাশ্রী, যুবশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতার মতো নানান প্রকল্প চালু করেছে মমতা সরকার।
মমতাকে টেক্কা দিতে মোদীও বিভিন্ন প্রকল্প এনেছেন। গর্ভবতী মহিলাদের যেমন টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। তেমনই টাকা দেওয়া হচ্ছে বাড়ি বানাতে।
এবার মমতাকে টেক্কা দিতে চাকরি প্রার্থীদের জন্য বিশেষ প্রকল্প নিয়ে এল মমতা সরকার।
জানা গিয়েছে, এবার চাকরি প্রার্থীদের ১৫ হাজার করে দেবে মোদী সরকার। শুধু চাকরির জন্য প্রস্তুতি নিলেই মিলবে টাকা।
সরকারি চাকরির জন্য যারা পড়াশোনা করছেন তাদের এককালীন ১৫ হাজার টাকা করে দেবে মোদী সরকার।
দিল্লির নির্বাচনে ভোটব্যাঙ্কে বাড়তি জোর পেতে পড়ুয়াদের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করল বিজেপি।
এমনই প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। সঙ্গে অটো ও ট্যাক্সি চালকদের ১০ লক্ষ টারার জীবন মীবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
এবার টাকা দেবে মোদী সরকার। দিল্লি নির্বাচনের জয় পেতে দিলেন প্রতিশ্রুতি।
সরকারি চাকরির জন্য যারা পড়াশোনা করছেন, তাদের এককালীন ১৫ হাজার করে দেবেন সরকার। বিজেপির ক্ষমতায় এলে তবেই মিলবে এই টাকা।
Sayanita Chakraborty