ট্রেনের রিজার্ভেশন পেতে নাজেহাল হচ্ছেন? চালু হল নয়া নিয়ম, এবার গন্তব্যে পৌঁছানো হবে সহজ

২০ জানুয়ারি থেকে রিজার্ভেশন ছাড়াই ট্রেনে যাতায়াতের সুবিধা চালু হয়েছে। যাত্রীরা স্টেশনের টিকিট কাউন্টার বা ইউটিএস অ্যাপের মাধ্যমে টিকিট কেটে এই ট্রেনে উঠতে পারবেন। দেশের প্রধান শহরগুলোকে সংযুক্ত করে ১০ টি নতুন ট্রেন চালু হয়েছে।
Sayanita Chakraborty | Published : Jan 21, 2025 1:22 PM
110

কোথাও যাওয়ার আগে ট্রেনের রিজার্ভেশন পাওয়া নিয়ে চিন্তায় অর্ধেক হয়ে যায় অনেকে। এবার এই চিন্তা থেকে মিলবে মুক্তি।

210

২০ জানুয়ারি থেকে চালু হল নয়া নিয়েম। চালু হল বিশেষ ট্রেনগুলো। যেখানে রিজার্ভেশন লাগবে না।

310

যে সব রুটে যাত্রীর সংখ্যা বেশি, কেবল সেসব রুটেই এই ট্রেনগুলো চলবে। এই ট্রেনে ভ্রমণকারী যাত্রীদের স্টেশনের টিকিট কাউন্টার থেকে সাধারণ টিকিট কেটে এই ট্রেনে উঠতে পারবেন।

410

টিকিট কাউন্টার ছাড়াও অনলাইনে কাটবে পারবেন টিকিট। ইউটিএস অ্যাপের মাধ্যমে টিকিট কাটা যাবে। এই ট্রেনগুলো সাধারণ শ্রেণি ও আসনশ্রেণির কোচ থাকবে। ১০টি নতুন ট্রেন দেশের প্রধান শহরগুলোকে সংযুক্ত করবে। রইল তালিকা।

510

হায়দরাবাদ-ভিজয়ওয়াড়া এক্সপ্রেস। হায়দরাবাদ থেকে ছাড়বে সকাল ৭.৩০। ভিজয়ওয়াড়া পৌঁছাবে দুপুর ২টো।

610

দিল্লি-জয়পুর এক্সপ্রেস। দিল্লি থেকে ছাড়বে সকাল ৬টা। জয়পুর পৌঁছাবে দুপুর ১.৩০ মিনিট।

710

মুম্বই পুনে এক্সপ্রেস। মুম্বই থেকে ছাড়বে সকাল ৭.৩০। পুনে পৌঁছাবে দুপুর ১১টা।

810

আহমেদাবাদ ও সুরাট ফাস্ট। আহমেদাবাদ থেকে ছাড়বে সকাল ৭টা। সুরাত পৌঁছাবে দুপুর ১২টা। লখনউ ও বারানসী এক্সপ্রেস। লখনউ থেকে ছাড়বে সকাল ৭টা। বারানসী পৌঁছাবে দুপুর ১.৩০।

910

কলকাতা ও পাটনা ইন্টারসিটি এক্সপ্রেস। কলকাতা থেকে ছাড়বে ভোর ৫টা। পাটনা পৌঁছাবে দুপুর ২টো।

চেন্নাই ও বেঙ্গালুরু এক্সপ্রেস। চেন্নাই থেকে ছাড়বে সকাল ৮টা। বেঙ্গালুরু পৌঁছাবে বিকেল ৩.৩০ মিনিটে।

1010

ভোপান- ইন্দোর ইন্টারসিটি। ভোপাল থেকে ছাড়বে সকাল ৬.৩০। ইন্দোর পৌঁছাবে দুপুর ১২টা।

পাটনা ও গয়া এক্সপ্রেস। পাটনা থেকে ছাড়বে সকাল ৬টা। গয়ায় পৌঁছাবে সকাল ৯.৩০।

জয়পুর ও আজমের ফাস্ট। জয়পুর থেকে ছাড়বে সকাল ৮টা। আজমের পৌঁছাবে সকাল ১১.৩০। এমনই একগুচ্ছ ট্রেন চালু হয়েছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos