ভোপান- ইন্দোর ইন্টারসিটি। ভোপাল থেকে ছাড়বে সকাল ৬.৩০। ইন্দোর পৌঁছাবে দুপুর ১২টা।
পাটনা ও গয়া এক্সপ্রেস। পাটনা থেকে ছাড়বে সকাল ৬টা। গয়ায় পৌঁছাবে সকাল ৯.৩০।
জয়পুর ও আজমের ফাস্ট। জয়পুর থেকে ছাড়বে সকাল ৮টা। আজমের পৌঁছাবে সকাল ১১.৩০। এমনই একগুচ্ছ ট্রেন চালু হয়েছে।