Monsoon: কেরালায় চলে এল বর্ষা, এগোচ্ছে উত্তর-পূর্ব ভারতে, কবে আসবে বাংলায়?

Published : May 30, 2024, 04:50 PM ISTUpdated : May 30, 2024, 05:54 PM IST
mumbai monsoon

সংক্ষিপ্ত

পশ্চিমবঙ্গের মানুষ যখন গরমে হাঁসফাঁস করছেন তখন কেরালায় চলে এল বর্ষা। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করছে।

বৃহস্পতিবার কেরালায় প্রবেশ করল দক্ষিণ-পশ্চিমী বর্ষা। এবার উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির দিকে এগোচ্ছে বর্ষা। ৫ জুনের মধ্যে অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, মণিপুর, অসমের মতো উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবেশ করতে চলেছে বর্ষা। তবে পশ্চিমবঙ্গে কবে বর্ষা আসবে, সেটা এখনও জানা যায়নি। মৌসম ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেরালায় দক্ষিণ-পশ্চিমী বর্ষা প্রবেশের উপযুক্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এর আগে ১৫ মে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছিল, ৩১ মে-র মধ্যে কেরালায় বর্ষা প্রবেশ করতে পারে। তার আগেই কেরালায় বর্ষা চলে এল। ফলে এবার দেশের অন্য রাজ্যগুলিতেও বর্ষা প্রবেশের আশা তৈরি হয়েছে।

বাংলায় তাড়াতাড়ি চলে আসবে বর্ষা?

মৌসম ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘কেরালায় দক্ষিণ-পশ্চিমী বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণ আরব সাগর, মালদ্বীপ, কমোরিন, লাক্ষাদ্বীপ, দক্ষিণ-পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগর, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর, উত্তর-পূর্ব ভারতের কিছু অংশেও দক্ষিণ-পশ্চিমী বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।’ পশ্চিমবঙ্গে কবে বর্ষা আসবে সে বিষয়ে এখনও পর্যন্ত সরাসরি কিছু জানানো হয়নি। তবে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, কেরালায় বর্ষা প্রবেশের পর বাংলাতেও বর্ষা চলে আসতে পারে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় রেমালের ফলে বঙ্গোপসাগরে বর্ষা এগিয়ে এসেছে। এর ফলেই উত্তর-পূর্ব ভারতে সময়ের আগেই বর্ষা প্রবেশ করছে।

কেরালায় ভারী বৃষ্টি

কেরালায় গত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছে। মে মাসে দক্ষিণ ভারতের এই রাজ্যে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, মণিপুর, অসমের মতো রাজ্যগুলিতে আগামী সপ্তাহেই প্রবেশ করছে বর্ষা। কৃষিকাজের জন্য পর্যাপ্ত বৃষ্টি জরুরি। কেরালায় বর্ষা চলে আসায় এবার অন্য রাজ্যগুলিতেও ভালো বৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

আর মাত্র কয়েকটা দিন! বর্ষার আগেই ফের বৃষ্টি বঙ্গ জুড়ে! প্রবল দাবদাহ থেকে মুক্তি কবে? জেনে নিন

Monsoon: সক্রিয় হচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু, ১৯৬১ সালের পর এই প্রথম দুই শহরে একযোগে ভাসবে

Weather News: তাপমাত্রা আরও বৃদ্ধির আশঙ্কা! কবে বাংলায় ঢুকবে বর্ষা? জেনে নিন কী বলছে হাওয়া অফিস

PREV
click me!

Recommended Stories

বন্দে মাতরম নিয়ে সংসদে আলোচনার শুরু: দুপুর ১২টায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী মোদী
যাত্রীদের টাকা ফেরতের পরও কমছে না ভোগান্তি, সপ্তাহের শুরুতেই দেশজুড়ে বাতিল ইন্ডিগো-র শতাধিক উড়ান