Manmohan Singh: 'ঘৃণাসূচক ভাষণের মাধ্যমে বিভাজন তৈরি করছেন,' মোদীকে তোপ মনমোহনের

চলতি লোকসভা নির্বাচনে সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণের আগে সরাসরি বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

শনিবার সপ্তম দফায় সারা দেশের বিভিন্ন লোকসভা কেন্দ্রের পাশাপাশি পাঞ্জাবেও ভোটগ্রহণ করা হবে। তার আগে পাঞ্জাবের ভোটারদের উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করেছেন। মোদীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর পদের মর্যাদাহানির অভিযোগ করেছেন মনমোহন। তাঁর দাবি, বিভাজন তৈরির উদ্দেশ্যে ঘৃণাসূচক ভাষণ দিচ্ছেন মোদী। বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের প্রচার শেষ হয়ে যাচ্ছে। তার ঠিক আগে মনমোহনের চিঠি জাতীয় রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছে। বিরোধীদের আশা, শেষ দফার ভোটে এই চিঠির প্রভাব পড়বে। বিজেপি অবশ্য মনমোহনের চিঠিকে গুরুত্ব দিতে নারাজ।

মোদীর অভিযোগ অস্বীকার মনমোহনের

Latest Videos

গত মাসে রাজস্থানে এক জনসভায় মোদী দাবি করেন, প্রধানমন্ত্রী থাকার সময় মনমোহন বলেছিলেন, দেশের সম্পদের উপর প্রথম অধিকার থাকবে মুসলিমদের। এই অভিযোগ অস্বীকার করে মনমোহন বলেছেন, ‘উনি আমার নামে মিথ্যা কথা বলেছেন। আমি জীবনে কোনওদিন একটি সম্প্রদায়কে অন্য সম্প্রদায় থেকে আলাদা করিনি। একমাত্র বিজেপি-ই এটা করে।’

কৃষকদের আয় নিয়ে মোদীকে তোপ মনমোহনের

গত এক দশকে দেশে কৃষকদের আয় নিয়েও মোদীকে আক্রমণ করেছেন মনমোহন। তাঁর দাবি, ‘২০০২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদী। কিন্তু গত ১০ বছরে সরকারের নীতের ফলে কৃষকদের আয় কমে গিয়েছে। জাতীয় গড় অনুযায়ী প্রতি মাসে কৃষকদের আয় মাত্র ২৭ টাকা। সেখানে গড়ে কৃষকদের ঋণ মাথাপিছু ২৭,০০০ টাকা। জ্বালানি, সারের প্রচুর দাম, ৩৫টি কৃষি বিষয়ক যন্ত্রের উপর পণ্য ও পরিষেবা কর চাপানো, কৃষিপণ্য আমদানি-রফতানির ক্ষেত্রে সরকারের সিদ্ধান্তের ফলে কৃষকদের জমানো অর্থ শেষ হয়ে গিয়েছে। কৃষকরা সমাজে প্রান্তিক হয়ে গিয়েছেন। গত ১০ বছরে দেশের অর্থনীতিতে অভাবনীয় টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'শুধু বিরিয়ানি খাইয়ে হয় না', মোদী সরকারকে বেনজির আক্রমণ মনমোহন সিংয়ের

মুসলিম তোষণ ইস্যুতে বিপাকে কংগ্রেস! ভোটের ঠিক আগেই গোপন কথা ফাঁস করলেন সলমান খুরশিদ

Congress Manifesto: কংগ্রেসের ইস্তেহারে মুসলিম লিগের ছাপ, কটাক্ষ মোদীর

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের