অসহ্য এই গরম এখনও সহ্য করতে হবে, হাওয়া অফিসের পূর্বাভাস বঙ্গে বর্ষা আসতে পারে ১৫ জুন

  • বঙ্গে বর্ষা আসতে পারে ১৫ জুন 
  • তার আগে স্থানীয়ভাবে ঝড় বৃষ্টি হতে পারে 
  • নিম্নচাপ বর্ষাকে তরান্বিত করতে পারে 
  • গোটা দেশে তাপপ্রবাহের পূর্বাভাস নেই 
     

প্রবল এই দাবদহ থেকে একই স্বস্তি পাওয়ার কোনও পূর্বাভাস নেই। সাময়িক ঝড়-বৃষ্টিতে কিছুটি স্বস্তি মিললও বঙ্গে বর্ষা আসতে এখনও প্রায় ৯-১০ দিন দেরি হবে। ইন্ডিয়ান মেটিরিওলজিক্যাল  ডিপার্টমেন্ট বা IMD জানিয়েছে ১৫ জুনের মধ্যে বর্ষা ওড়িশা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ও বিহারের কিছু অংশকে আঘাত হানতে পারে। তবে দক্ষিণ পূর্ব মৌসুমি বায়ু শক্তিশালী হয়ে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, তেলাঙ্গনা, কর্নাটক, তামিলনাড়ুর অবশিষ্ট অংশে  আরও এগিয়ে যাবে বলেও জানিয়েছে ভারতের আবহাওয়া দফতর। 

হাওয়া অফিশের পূর্বাভাস আনুযায়ী আগামী পাঁচ দিন উত্তর পূর্বের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টি  হতে পারে। অরুণাচল প্রদেশ, অসম ও মেঘালয়তে আগামী ১০ জুন পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানান হয়েছে। আইএমডির জাতীয় আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের রাজেন্দ্র জেনামনি জানিয়েছেন, ৭-৮ জুনের মধ্যে বৃষ্টিপাতের প্রক্রিয়া শুরু হবে। ১১ জুন বঙ্গোপগারে নিম্নচাপের অঞ্চল তৈরি হবে বলে আশা করা হচ্ছে। আর নিম্নচাপই বাংলা, ওড়িশা ও সংলগ্ন রাজ্যগুলি বর্ষার আগমন তরান্বিত করতে পারে। আজ তরাই-ডুয়ার্স ও রাজ্যের পার্বত্য অঞ্চলে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলা ৮ জুন বর্ষা আসার কথা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী নির্ধারিত দিনের থেকে কিছুটা হলেও পিছিয়ে যাবে বর্ষা আসার সময়সূচি। জুন মাসে গোটা দেশে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক থাকবে বলেও জানান হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে। আগামী পাঁচ দিন গোটা দেশে কোথাও তাপপ্রবাহের পূর্বাভাস নেই বলেও জানিয়ে দেওয়া হয়েছে। 

Latest Videos

আবহাওয়া দফতর জানিয়েছেন আগামী শনিবার মহারাষ্ট্র ও গোয়ায় মৌসুমি বায়ু প্রবেশ করেছে। শুক্রবারও কর্নাটকে ঢুকেছে মৌসুমি বায়ু। কর্নাটক ও সংলগ্ন এলাকায় প্রবল বৃষ্টি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টা রাজ্যে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাসই দেওয়া হয়েছে। হাওয়া অফিসের পক্ষ থেকে জানান হয়েছে আগামী কয়েক দিন ওড়িশা, গুজরাত সহ দেশের বেশ কয়েকটি এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশে পাশে ঘোরাফেরা করবে। 

Share this article
click me!

Latest Videos

Bangladesh-এ Israel-এর মতো অ্যাকশন করতে হবে! বিস্ফোরক Suvendu Adhikari #shorts #shortsvideo
Daily Horoscope: ২৮ ডিসেম্বর শনিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
Suvendu Adhikari Live: সল্টলেকে সংবাদমাধ্যমের মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
'সোমবারই সব তথ্য ফাঁস করবো!' বিস্ফোরক Suvendu Adhikari #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
'উনি মুখ্যমন্ত্রী উনি যা মনে করবেন তাই করবেন' হিডকোর চেয়ারম্যান পদ যেতেই এ কী বললেন ফিরহাদ?