শহিদদের স্মৃতি সৌধে ভাঙচুর, দোষীদের ধরিয়ে দিলে নগদ পুরস্কার ঘোষণা রাজীব চন্দ্রশেখরের

  • মুম্বই-এর আজাদ ময়দানে হিংসা
  • ভাঙচুর চলল শহিদের স্মৃতিসৌধেও
  • দোষীদের সম্পর্কে তথ্য দিলে মিলবে নগদ পুরস্কার
  • ঘোষণা সাংসদ রাজীব চন্দ্রশেখরের

শহিদদের স্মৃতি সৌধ অমর জ্য়োতি জওয়ান-এ ভাঙচুর চালাল কারা? দোষীদের সম্পর্কে পুলিশকে সঠিক তথ্য় দিলে, ৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলেন সাংসদ রাজীব চন্দ্রশেখর। তাঁর সাফ কথা, অবিলম্বে দোষীদের গ্রেফতার শাস্তির ব্যবস্থা করা দরকার।

আরও পড়ুন: চিন ও পাক সীমান্তে উত্তেজনার মধ্যেই 'কিউআরএসএএম' মিসাইলের সাফল্য,দেখে নিন সেই ভিডিও

Latest Videos

ঘটনার সূত্রপাত ১১ অগাস্ট। সেদিন মুম্বইয়ে আজাদ ময়দানে হিংসা চলাকালীন হামলা চালানো হয় অমর জ্যোতি জওয়ানে। নির্বিচারে ভাঙচুর চলে শহিদদের স্মৃতিসৌধেও। কারা এমন কাজ করল? গ্রেফতার করা তো দূর, দোষীদের এখনও পর্যন্ত চিহ্নিত করতে পারেনি মুম্বই পুলিশ। সাংসদ রাজীব চন্দ্রশেখর বলেন,' যারা ওই স্মৃতিসৌধে ভাঙচুর চালিয়েছে, তাদের কোনও ধর্ম নেই। হামলাকারীরা ভারতে সমস্ত অংশের ও সমস্ত ধর্মের মানুষকে অসম্মান করেছে। অবিলম্বে দোষীদের শাস্তির ব্যবস্থা করা দরকার।'

আরও পড়ুন: ৬ বছরের মেয়েটির ফুসফুস খুবলে বার করে নিয়েছিল ধর্ষকরা,কেন তা দেওয়া হয়েছিল এক দম্পতিকে

তখন পরাধীন ভারতের শাসক ইংরেজ। ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহে সময়ে শহিদ হন সিপাই সৈয়দ হোসেন ও সিপাই মঙ্গল গাডিয়া। তাঁদের স্মৃতিতে মুম্বই শহরে আজাদ ময়দানে পাশে তৈরি করা হয় অমর জ্যোতি জওয়ান নামে একটি স্মৃতি। দুষ্কৃতীদের তাণ্ডব এবার রেহাই পেল না সেই সৌধটিও। 
 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: বিরসা মুন্ডার জন্মদিনে মহা মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি
'রোহিঙ্গারা মমতার ভোট ব্যাঙ্ক তাই তিনি বিএসএফকে জমি দিচ্ছে না' বিস্ফোরক মন্তব্য অগ্নিমিত্রার
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today