শহিদদের স্মৃতি সৌধ অমর জ্য়োতি জওয়ান-এ ভাঙচুর চালাল কারা? দোষীদের সম্পর্কে পুলিশকে সঠিক তথ্য় দিলে, ৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলেন সাংসদ রাজীব চন্দ্রশেখর। তাঁর সাফ কথা, অবিলম্বে দোষীদের গ্রেফতার শাস্তির ব্যবস্থা করা দরকার।
আরও পড়ুন: চিন ও পাক সীমান্তে উত্তেজনার মধ্যেই 'কিউআরএসএএম' মিসাইলের সাফল্য,দেখে নিন সেই ভিডিও
ঘটনার সূত্রপাত ১১ অগাস্ট। সেদিন মুম্বইয়ে আজাদ ময়দানে হিংসা চলাকালীন হামলা চালানো হয় অমর জ্যোতি জওয়ানে। নির্বিচারে ভাঙচুর চলে শহিদদের স্মৃতিসৌধেও। কারা এমন কাজ করল? গ্রেফতার করা তো দূর, দোষীদের এখনও পর্যন্ত চিহ্নিত করতে পারেনি মুম্বই পুলিশ। সাংসদ রাজীব চন্দ্রশেখর বলেন,' যারা ওই স্মৃতিসৌধে ভাঙচুর চালিয়েছে, তাদের কোনও ধর্ম নেই। হামলাকারীরা ভারতে সমস্ত অংশের ও সমস্ত ধর্মের মানুষকে অসম্মান করেছে। অবিলম্বে দোষীদের শাস্তির ব্যবস্থা করা দরকার।'
আরও পড়ুন: ৬ বছরের মেয়েটির ফুসফুস খুবলে বার করে নিয়েছিল ধর্ষকরা,কেন তা দেওয়া হয়েছিল এক দম্পতিকে
তখন পরাধীন ভারতের শাসক ইংরেজ। ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহে সময়ে শহিদ হন সিপাই সৈয়দ হোসেন ও সিপাই মঙ্গল গাডিয়া। তাঁদের স্মৃতিতে মুম্বই শহরে আজাদ ময়দানে পাশে তৈরি করা হয় অমর জ্যোতি জওয়ান নামে একটি স্মৃতি। দুষ্কৃতীদের তাণ্ডব এবার রেহাই পেল না সেই সৌধটিও।