চুম্বনের সেলফি তুলে কিশোরীকে ভয় দেখিয়ে লাগাতার ধর্ষণ, গ্রেফতার 'সহপাঠী' কিশোর

চুম্বনের সেলফি তুলে তাই দেখিয়ে কিশোরীকে ব্ল্যাকমেল করে কিশোর। তারপর কিশোরীকে লাগাতার ধর্ষণ করে বলে অভিযোগ। অবশেষে মুম্বই পুলিশের জালে পড়ল কিশোর।

 

ব্ল্য়াকমেল আর লাগাতার ধর্ষণের অভিযোগে মুম্বই পুলিশ ১৯ বছরের এক কিশোরকে গ্রেফতার করেছে। পুলিশের অভিযোগ ছেলেটি তাঁরই সমবয়সী একটি মেয়েকে ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরেই ধর্ষণ করছিল। ছেলেটি ও মেয়েটি দীর্ঘ দিন ধরেই একে অপরকে চেনে বলেও জানিয়েছে পুলিশ।

ঘটনার সূত্রপাত গত ১০ অক্টোবর বান্দ্রার কার্টার রোড এলাকায় একটি জন্মদিনের পার্টিতে গিয়েছিল ছেলেটি। সঙ্গে ছিল মেয়েটিও। সেই জন্মদিনের পার্টিতে একে অপরকে চুম্বন করে। সেইসময়ে চুম্বনরত অবস্থায় তাদের একটি একটি সেলফি তোলে। তারপর সেই সেলফি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার নাম করে মেয়েটিকে টানা ব্ল্যাকমেল করে ছেলেটি। পাশাপাশি মেয়েটিকে গোটা ঘটনা বাড়িতে জানাতেও নিষেধ করে। গত ১০ অক্টোবর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত কিশোর কিশোরীকে ভয় দেখিয়ে একাধিক ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছে পুলিশ। মেয়েটিও মুখবুজে নিজের অব্রুর কথা ভেবে কিশোরের যৌন চাহিদা মেটাতে বাধ্য হয়েছিল।

Latest Videos

কিন্তু একটা সময় নিজের মনের কাথে হার মানে কিশোরী। কলেজ ছেলেটি মেয়েটিকে তার সঙ্গে একজায়গায় যেতে বলেছিল। কিন্তু তাতে রাজি হয়নি। সেই নিয়ে দুজনে প্রকাশ্যে বচসায় জড়িয়ে পড়ে। মেয়েটি সকলের সামনেই লাঞ্ছিত করে কিশোর। তারপরই মেয়েটি স্তানীয় খার থানায় অভিযোগ দায়ের করে। তারপরই তৎপর হয় পুলিশ। স্থানীয় পুলিশ আধিকারিকের কথা মেয়েটির এক বন্ধু তার বাবা ও মায়ের শারীরিক নির্যাতনের কথা জানিয়েছিল। অভিভাবকরা জিজ্ঞাসা করতেই মেয়েটি নিজের নির্যাতনের কাহিনি খুলে বলেয তারপরই আত্মীয়া খেরওয়াড়ি থানায় যোগাযোগ করে।

মুম্বই পুলিশ জানিয়েছে, শুক্রবার কিশোরকে তারই বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি যেহেতু কার্টার রোড থানায় ঘটেছিল তার মামলা হস্তান্তর করা হয়েছে। কিশোরের বিরুদ্ধে ধর্ষণ-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। কিশোরের বিরুদ্ধে পকসো আইনেও মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে কিশোরকে পাঠান হয়েছে ডোংরি শিশু সংশোধনাগারে।

শ্রদ্ধা ওয়াকার খুনের ঘটনায় নিহতের বাবা মুম্বই পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছিলেন। তিনি বলেছিলেন শ্রদ্ধা আগেই আফতাব পুনেওয়ালার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল মুম্বই পুলিশে। কিন্তু কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ। পুলিশ যদি ব্যবস্থা নিতে তাহলে শ্রদ্ধা বেঁচে থাকত বলেও দাবি করেন তিনি। কিন্তু পুলিশের জন্যই তাঁর মেয়ে অকালে মৃত্যুর কোলে ঢলে পড়েছে বলেও অভিযোগ করেন তিনি। তবে এক্ষেত্র মুম্বই পুলিশ রীতিমত দ্রুত পদক্ষেপ করেছে। 

আরও পড়ুনঃ

হিমাচলের মুখ্যমন্ত্রী হতে পারেন সুখবিন্দর সিং সুখু, জানুন কংগ্রেস নেতার উত্থানের কাহিনি

মনদৌসের বলি ৪ সাধারণ মানুষ, শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়

'শ্রদ্ধা বেঁচে থাকত', এমনই আশা করে আফতাবের ফাঁসি চাইলেন মৃতার বাবা - অভিযোগ ডেটিং অ্যাপ নিয়েও

Share this article
click me!

Latest Videos

কার নাম বললেন? স্যালাইন কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য ফাঁস শুভেন্দুর! | Suvendu Adhikari Saline Controversy
Kho Kho World Cup 2025: স্বপ্ন থেকে বাস্তবের যাত্রা কেমন ছিল? জানালেন মহিলা দলের হেড ডঃ মুন্নি জুন
Suvendu Adhikari : 'যারা হিন্দু ধর্মের অপমান করছেন তাঁরা খুব তাড়াতাড়ি ধ্বংস হবে', মন্তব্য শুভেন্দুর
Rashifal : রবিবার সারাদিন কেমন কাটবে? দেখুন আজকের ১২টি রাশির রাশিফল
'রাজ্যের সবচেয়ে বড় দুষ্টু নবান্নে থাকে' নাম না করে মমতাকে বিঁধলেন শুভেন্দু । Suvendu on Mamata