ডিআরআই-এর কর্মকর্তারা শুক্রবার মুম্বাই বিমানবন্দর থেকে উদ্ধার করল ৩২ কোটি টাকা মূল্যের ৬১ কেজি সোনা ।
ফের ভারতবর্ষের কাস্টমস বিভাগের তৎপরতা নজির গড়ল দেশে। মুম্বাই বিমানবন্দর কাস্টমস ৩২ কোটি টাকা মূল্যের ৬১ কেজি সোনা বাজেয়াপ্ত করল শুক্রবার।ওই একই দিনে ভারতীয় ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) -এর কর্মকর্তারা কোয়েম্বাটোরের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই পৃথক মামলায় গ্রেপ্তার করলো ৭ জনকে। পুলিশ সূত্রে খবর ওই ৭ জনের মধ্যে ৫ জন হলেন পুরুষ , বাকি ২ জন মহিলা। সিঙ্গাপুর থেকে কোয়েম্বাটোরে আসা এক আন্তর্জাতিক বিমানবন্দরের ২০ জনের একটি যাত্রী দলের প্রত্যেকজনের কাছ থেকে ৪ কোটি টাকারও বেশি সোনা উদ্ধার করলো পুলিশ। এতো অবৈধ সোনা একসঙ্গে নিয়ে যাওয়ার জুলুমে তাদের তৎক্ষণাৎ আটক করে পুলিশ। তবে এই সোনা গুলি নিয়ে তারা কি করছিলেন বা আগামীতে কি করবেন সেই নিয়ে জিজ্ঞাসাবাদ করেও কোনো সদুত্তর না পাওয়ায় কড়া পুলিশি তদন্তে এখন পুলিশ । গোয়েন্দা বিভাগের তথ্য অনুযায়ী ৯ ই নভেম্বর যাত্রীরা ল্যান্ড করার পর বিমানবন্দরেই তাদের বডি ল্যাঙ্গুয়েজে অস্বাবাভিকতা দেখতে পেয়ে তাদের লাগেজ চেক করার অনুরোধ জানান ডিআরআই অফিসাররা। কিছুক্ষণ পর তাদের লাগেজ খুলে চেক করাকালীন ৪ কোটি টাকার অবৈধ সোনা বেরোয় সেখান থেকে। এমনকি ওই যাত্রীদের প্যান্টের পকেট, ভেতরের পোশাক এবং ব্যাগ থেকে অপরিশোধিত চেইন আকারে সোনা উদ্ধার হয়।এর আগেও , দুবাই থেকে চণ্ডীগড়ের শহীদ ভগত সিং আন্তর্জাতিক বিমানবন্দরে আসা এক যাত্রীর কাছ থেকে ৮.৪৪ লক্ষ টাকার সোনা উদ্ধার করা হয়েছিল। কাস্টমস বিভাগের তৎপরতার তখন সাধুবাদ জানিয়েছিল অনেকেই। তারপর এই ঘটনা কোথাও ভারতের কড়া ডিআরআই সুরক্ষা ব্যবস্থার ইঙ্গিত দেয়।
আরও পড়ুন-
আইয়াপ্পা মন্দিরে পুজো দিতে গিয়ে বিপত্তি, ফেরার পথে ট্রাকের ধাক্কায় মৃত ৫
'ভারতের দিকে কুনজর দিলে আমরাও উপযুক্ত জবাব দেব', আবারও হুঁশিয়ারি রাজনাথের