গুজরাট নির্বাচন আসন্ন , তার আগেই আপের ঘোষণা, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হয়ে এবার দ্বারকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসুদান গাধভি

গুজরাটে নিজেদের আধিপত্য কায়েম করতে তৎপর আম আদমি পার্টি।গুজরাট থেকে আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হয়ে

এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসুদান গাধভি

Bhaswati Mukherjee | Published : Nov 13, 2022 8:03 PM IST

গুজরাট নির্বাচন আর মাত্র কয়েকদিন বাকি। তার আগেই গুজরাটে নিজেদের আধিপত্য কায়েম করতে তৎপর আম আদমি পার্টি। এতদিন ভোটের আগে গুজরাটের রণকৌশল নিয়ে চলেছে নানান আলোচনা আপ শিবিরে। এবার একে একে সেই কৌশল বাস্তবায়নের পালা। রবিবার আপের্ এক মুখপাত্র ঘোষণা করেন যে গুজরাট থেকে আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইসুদান গাধভি 'ভগবান কৃষ্ণের পবিত্র ভূমি' দ্বারকার জাম খাম্বালিয়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কেজরিওয়ালের এই পরিকল্পনা যে অনেক ছক কষেই তা বলা বাহুল্য। জানা যায় রাজনীতিতে আসার আগে গাধবী ছিলেন একজন জনপ্রিয় সাংবাদিক।তিনি দ্বারকা জেলার পিপলিয়া গ্রামের এক কৃষক পরিবারের সন্তান। দীর্ঘদিনের সাংবাদিকতার অভিজ্ঞতা তাকে শিখিয়েছে কি করে ওই অঞ্চলের ৪৮ শতাংশ অনগ্রাধিকার সম্প্রদায়ভুক্ত মানুষগুলোর সঙ্গে একাত্ম হয়ে তাদের জন্য কাজ করতে হবে।তো এহেন গাধভিকে দ্বারকা থেকে দাঁড় করানোর সিদ্ধান্ত কতটা বাস্তব প্রসূত তা নিয়ে কথা উঠেছে রাজনৈতিক মহলে । অনেকে আবার বলছেন কেজরিওয়ালের এই মাস্টারস্ট্রোক পাঞ্জাবের পর এবার খাটবে গুজরাটেও।কিন্তু গাধভি দ্বারকায় কতটা আপের প্রতিনিধি হিসাবে গ্রহণযোগ্যতা পাচ্ছে সেটাই এখন দেখার।

এপ্রসঙ্গে আপ প্রধান কেজরিওয়াল তার এক টুইটে বলেন ,'কৃষক, বেকার যুবক, মহিলা এবং ব্যবসায়ীরা বহু বছর ধরেই আওয়াজ তুলেছিল যে তারা চান ইসুদান গাধভি, খাম্বালিয়া থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক। দ্বারকা থেকে গাধভি দাঁড়ালে গুজরাট খানিক আস্বস্ত হতো যে কৃষ্ণের পবিত্র জন্মভূমি থেকেই গুজরাট এবার একটি দক্ষ মুখ্যমন্ত্রী পাবে। এই টুইটের প্রতিক্রিয়ায় গোধভি কেজরিওয়ালের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে বলেন ,' আমি আশ্বাস দিচ্ছি যে আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত গুজরাটের মানুষের সেবা করব'

Latest Videos

জাম খাম্বালিয়া দেবভূমি দ্বারকা জেলায় অবস্থিত হলেও ২০১৩ সালের অগাস্টে ওই স্থানটিকে জামনগরে রূপান্তরিত করা হয়। একটি সরকারী ওয়েবসাইট অনুসারে দ্বারকা জেলা চারটি তালুক নিয়ে গঠিত। খাম্বালিয়া, কল্যাণপুর, দ্বারকা এবং ভানবাদ।দেবভূমি দ্বারকা নামটি প্রধানত দ্বারকা শহরের বিখ্যাত দ্বারকাধীশ মন্দির থেকে নেওয়া হয়েছে যা হিন্দু পুরাণ অনুসারে অত্যন্ত পবিত্র একটি স্থান। হিন্দু পুরাণ অনুসারে, ভগবান কৃষ্ণ দ্বারকায় বসতি স্থাপন করেছিল - তাই 'দ্বারকার' আক্ষরিক অর্থ 'স্বর্গের প্রবেশদ্বার' ....এটি পর্যটন কেন্দ্র হিসাবে, সারা দেশ থেকে বিপুল সংখ্যক ভক্তকে আকর্ষণ করে। ওয়েবসাইট অনুসারে দ্বারকাই গুজরাটের প্রথম রাজধানী ছিল বলে মনে করা হয়। এটিতে রুক্মিণী দেবীর মন্দির, গোমতী ঘাট এবং বেট দ্বারকা নিবেদিত সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মূল মন্দির রয়েছে।

আরও পড়ুন 

'ভারতের দিকে কুনজর দিলে আমরাও উপযুক্ত জবাব দেব', আবারও হুঁশিয়ারি রাজনাথের

বাড়ি নয়- এবার একটা আস্ত গ্রামই বিক্রি হয়ে যাবে, কিনতে চাইলে জানুন বিস্তারিত তথ্য

আইয়াপ্পা মন্দিরে পুজো দিতে গিয়ে বিপত্তি, ফেরার পথে ট্রাকের ধাক্কায় মৃত ৫

Share this article
click me!

Latest Videos

'তৃণমূল খরকুটোর মত বিদায় নেবে' সন্দেশখালিতে গিয়ে হুঙ্কার দিলীপ ঘোষের | Dilip Ghosh
লক্ষাধিক ভক্তদের সঙ্গে নিরঞ্জনের পথে Shantipur-এর কালী! নজর কাড়লো মহিষখাগি মাতার বিসর্জন!
'বাংলাদেশ দুই টুকরো হলে ইউনূস দায়ী থাকবে' মশাল হাতে মিছিল বাংলাদেশী হিন্দুদের
'তৃণমূল নেতারা দু-তিন বার বাড়ি পেলেও বারবার আমরা বঞ্চিত' ক্ষোভে ফুসছে মুর্শিদাবাদবাসী
মহিলাদের নিরাপত্তায় বড় উদ্যোগ! ফ্রী ক্যারাটে প্রশিক্ষণ শিবির রাজ্যজুড়ে! | RG Kar