নির্মম! প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৯ বার ছুরির কোপ, মৃত এমসিএ ছাত্রী

সংক্ষিপ্ত

নেহা হিরেমাথ নামে এক হিন্দু তরুণীকে নির্মমভাবে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

হুবলির বিভিবি কলেজ ক্যাম্পাসে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নেহা হিরেমাথ নামে এক হিন্দু তরুণীকে নির্মমভাবে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এই হৃদয় বিদারক ঘটনার শিকার নেহা হিরেমাথ বিভিবি কলেজের  এমসিএ ছাত্রী এবং শহরের এক বিশিষ্ট কর্পোরেটরের মেয়ে। এই ঘটনায় অভিযুক্ত ফায়াজ একই প্রতিষ্ঠানে বিসিএ নিয়ে পড়াশুনো করছিল। সূত্রের খবর, গত ছ'মাস ধরে ফায়াজের মধ্যে নেহার প্রতি অনুভূতি তৈরি হয়েছিল।

কিন্তু, ফরাজের প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করেন নেহা। আর তাতেই ঘটে ভয়ঙ্কর পরিণতি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, "  ছুরি নিয়ে কলেজ প্রাঙ্গণে নেহার মুখোমুখি হন ফরাজ এবং রেগে গিয়ে আচমকা নেহার গলায় নয় বার ছুরিকাঘাত করেন। স্থানীয়দের দ্রুত প্রচেষ্টা সত্ত্বেও নেহাকে কিমের হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও চিকিৎসার আগেই তিনি মারা যান।

Latest Videos

কলেজ কর্তৃপক্ষের মতে, ফায়াজ ক্রমাগত নেহার প্রতি নজর রাখতো এবং নেহা তার প্রস্তাব না মানায় দু'জনের মধ্যে বচসাও বাধে। ঘটনার পর পালানোর চেষ্টা করলেও  দ্রুত ফায়াজকে গ্রেফতার করে বিদ্যানগর পুলিশ।

 

Share this article
click me!

Latest Videos

মমতার চালাকি ধরে ফেললেন! পথ খুঁজতে Abhijit Ganguly'র বাড়িতে চাকরিহারাদের একাংশ | SSC case Update
Locket Chatterjee: সিটি কলেজের অধ্যাপক 'আমরা যোগ্য' কার্ড ঝুলিয়ে মমতার সভায় কী করছে? প্রশ্ন লকেটের