Viral News: স্কুলের মধ্যে ক্লাস 'ফাঁকি' দিয়ে একি করলেন শিক্ষিকা, ধরা পড়ার পরে সহকারী শিক্ষককে কামড়ে দিলেন

Published : Apr 18, 2024, 10:58 PM ISTUpdated : Apr 18, 2024, 11:38 PM IST
Government School

সংক্ষিপ্ত

উন্নাও জেলার একটি প্রথমিক স্কুলে এই ঘটনা ঘটে। প্রধান শিক্ষক সঙ্গীতা সিং স্কুলের ছাত্রদের না পড়িয়ে স্কুলেরই একটি ঘরে ফেসিয়াল করিছেন বলে অভিযোগ। 

যোগী রাজ্যে অবাককাণ্ড স্কুলের মধ্যে। বৃহস্পতিবার সকালে উত্তর প্রদেশের একটি স্কুলের ছাত্ররা পড়াশুনা থেকে পুরোপুরি বঞ্চিত হয়েছিল। তারণ তাদের প্রিন্সিপাল স্কুলের মধ্যেই ফেসিয়াল করাতে ব্যস্ত ছিলেন। কিন্তু এখানেই শেষ নয়। স্কুলের এক শিক্ষক প্রিন্সিপালকে এই কাজ বন্ধ করতে বললে তার হাতে কামড় বসিয়ে দেয় প্রধান শিক্ষক।

উন্নাও জেলার একটি প্রথমিক স্কুলে এই ঘটনা ঘটে। প্রধান শিক্ষক সঙ্গীতা সিং স্কুলের ছাত্রদের না পড়িয়ে স্কুলেরই একটি ঘরে ফেসিয়াল করিছেন বলে অভিযোগ। যে ঘরে পড়ুয়াদের জন্য মিডডে মিল রান্না হয় সেখানেই বসেই নিজের রূপচর্চার চূড়ান্ত পর্যায়ে ছিলেন। সহকারী শক্ষিক সেই সময়ই রান্নাঘরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই ময়ই তিনি ভিডিওটি শ্যুট করেছিবেন। কিন্তু প্রধানশক্ষিক দেখে ফেলেন। ভিডিও শ্যুট করতে বাধা দেয়। তারপরই প্রধান শিক্ষক সহকারী শিক্ষকদের দেখে তাড়াহুড়ো করে চেয়ার থেকে উঠে পড়েন। তারপরই সহকারী শিক্ষককে তাড়া করেন। যে শিক্ষক ভিডিও শ্যুট করেছিল তার হাত কামড়ে দেয়। যদিও পরে সংশ্লিষ্ট শিক্ষক হাতে কামড়ের দাগ দেওয়া একটি ভিডিও পোস্ট করেন। তাঁর অভিযোগ প্রধানশিক্ষক ভিডিও শ্যুট করার জন্য তাঁকে মারধরও করে।

এই ঘটনা নিয়ে থানা পুলিশও হয়। অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে ব্লক শিক্ষা অধিকারিক প্রধান শিক্ষককের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে। বিঘাপুর পুলিশ প্রধানশিক্ষকরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তাঁর মেডিক্যাল পরীক্ষাও হয়েছে। বিঘাপুর সার্কেল অফিসার মায়া রাই বলেন, "আমরা দন্ডমাউ গ্রামের স্কুলের সহকারী শিক্ষকের কাছ থেকে অভিযোগ পেয়েছি যে প্রধান শিক্ষিকা স্কুলের মধ্যেই ফেসিয়াল করাচ্ছেন এবং ধরা পড়লে তাকে মারধর করা হয়েছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।"

PREV
click me!

Recommended Stories

'আপনার টাকা আপনার অধিকার' কর্মসূচির সঙ্গে যুক্ত হলেন প্রধানমন্ত্রী মোদী, জানুন কী এই কর্মসূচি
Mamata Banerjee : কাগজ ছিঁড়ে প্রতিবাদ মমতার, পাল্টা আক্রমণে বিজেপির ভাবনা বোহরা