উত্তরাখণ্ডের চামোলিতে অলকানন্দা নদীর তীরে কেন্দ্র সরকারের ‘নমামি গঙ্গে’ প্রকল্পে একটি ট্রান্সফর্মার বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই বিস্ফোরণের আঘাতে মারা যান ১৫ জন কর্মী।
উত্তরাখণ্ডের চামোলি জেলায় কেন্দ্র সরকারের ‘নমামি গঙ্গে’ প্রকল্পের কাজ চলাকালীন ভয়াবহ বিপর্যয় ঘটে গেল বুধবার সকালে। ১৯ জুলাই নিয়মমাফিক কাজ করতে এসেছিলেন সমস্ত কর্মীরা। হঠাতই প্রচণ্ড শব্দে ফেটে যায় প্রকল্পের কাজে লাগানো একটি ট্রান্সফর্মার। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে, ঘটনার সঙ্গে সঙ্গে দূরে গিয়ে ছিটকে পড়েন আশেপাশে থাকা মানুষজন। ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়।
অলকানন্দা নদীর তীরে গড়ে ওঠা এই প্রোজেক্টের বিস্ফোরণে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁরা অধিকাংশই ‘নমামি গঙ্গে’ প্রকল্পের শ্রমিক। মৃতদের মধ্যে ১ পুলিশ কর্মী এবং বেশ কয়েকজন নিরাপত্তা রক্ষীও রয়েছেন বলে জানা গেছে। মারা গিয়েছেন পিপালকোটির আউটপোস্ট ইন চার্জ-ও। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন স্থানীয় পুলিশ কর্মীরা। তৎক্ষণাৎ উদ্ধারকাজ শুরু হয়েছে। চামোলি পুলিশের এসপি পরমেন্দ্র ডোভাল জানিয়েছেন, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। উত্তরাখণ্ড পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, “এই ঘটনায় পুলিশের এক সাব-ইনস্পেক্টর এবং পাঁচ জন হোম গার্ড সহ মোট ১৫ জন মারা গিয়েছেন। তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ঘটনাস্থলের একটি লোহার রেলিং বিদ্যুতের সংস্পর্শে আসায় এই দুর্ঘটনা। তবে তদন্তের পর বিষয়টি বিস্তারিত ভাবে জানা যাবে।”
আরও পড়ুন-
Cheetah Death: প্রধানমন্ত্রী মোদীর স্বপ্নের প্রকল্পে আঘাত! বারবার ঘাড়ে সংক্রমণের কারণে মারা যাচ্ছে একের পর এক চিতা
21 July TMC: ‘২১ জুলাই তৃণমূলের রাজনৈতিক সম্মেলনের জন্য চিকিৎসকদের নোটিস কেন?’ সরব অধীর চৌধুরী
‘Sex Video’: মহিলার সঙ্গে এ কী করছেন বিজেপি নেতা! ৮ ঘণ্টার ‘ঘনিষ্ঠ’ ভিডিও নিয়ে তোলপাড় মহারাষ্ট্র