Narendra Modi Birthday: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫ তম জন্মদিন ছিল ১৭ সেপ্টেম্বর, বুধবার (narendra modi birthday date)। এদিন বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করা যেমন তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন, সেইরকমই দেশের বহু সেলিব্রিটির তরফ থেকেও তাঁর কাছে এসেছে শুভেচ্ছা বার্তা (happy birthday narendra modi)।
যেমন শিল্পপতি মুকেশ আম্বানি একটি ভিডিও বার্তায় বলেছেন, “১.৪৫ মিলিয়ন ভারতবাসীর জন্য আজ একটি উৎসবের দিন। কারণ, আজ আমাদের দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫ তম জন্মদিন। আমি আমাদের দেশের গোটা ব্যবসায়িক সম্প্রদায়, রিল্যায়েন্স গ্রুপ এবং আম্বানি পরিবারের তরফ থেকে প্রধানমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এটা কোনও আকস্মিক ঘটনা নয় যে, মোদীজির অমৃত মহোৎসব। আসলে এবার আসছে ভারতের অমৃতকার।"
তাঁর কথায়, "আমার দৃঢ় বিশ্বাস এবং শুভেচ্ছা। তিনি এইভাবেই আগামীদিনে দেশকে নেতৃত্ব দেবেন এবং এগিয়ে নিয়ে যাবেন। ভগবান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠিয়েছেন আমাদের দেশকে গোটা বিশ্বের মধ্যে সেরা হিসেবে প্রমাণ করার জন্য। আমি ওনার মতো এইরকম কোনও দেশনায়ককে এর আগে দেখিনি, যিনি অনবরত ভারত এবং ভারতবাসীর জন্য কাজ করে চলেছেন। আপনি খুব ভালো থাকুন।"
বলিউড অভিনেত্রী আলিয়া ভাট জানিয়েছেন, “জন্মদিনের অফুরন্ত শুভেচ্ছা জানাই আমাদের দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এইভাবেই আপনি আমাদের দেশকে নেতৃত্ব দিতে থাকুন এবং গোটা বিশ্বের কাছে আমাদের মাথা উঁচু করে তুলে ধরুন। সবসময় আপনার সফলতা কামনা করছি।"
তৃণমূল নেতা কুণাল ঘোষ একটি ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, “আলাদা পথ। আলাদা দল। বিরোধিতা থাকবেই। তবে দেশের প্রধানমন্ত্রীর জন্মদিন, শুভেচ্ছা থাকল. নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী, তখন বাংলার প্রথম সাংবাদিক হিসেবে সাক্ষাৎকার নেওয়ার সুযোগ হয়েছিল। গোধরা পর্বের পর।"
তিনি আরও যোগ করেন, "পরে প্রধানমন্ত্রী হিসেবে দেখেছি। দু-তিন দফায় দীর্ঘ কথার সুযোগ হয়েছে। সেইসব পরে কখনও লেখা যাবে। কিছুক্ষেত্রে ওনার স্মরণশক্তি দেখে অবাক হয়েছি। আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে। মোদীজি এবং ওনার দলকে এক ইঞ্চি জমি ছাড়ব না আমরা। তবে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছাও জানাব।"
প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ সোশ্যাল মিডিয়াতে একটি ছবি পোস্ট করে বলেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি-র ৭৫ তম জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আপনার সুস্বাস্থ্য এবং সুখ কামনা করি। আপনি যেন শতাব্দী পূর্ণ করেন এবং এই শতাব্দীকে ভারতের শতাব্দীতে পরিণত করেন।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।