জম্মু-কাশ্মীরে কবে ভোট, নাকি কেন্দ্রের হাতেই থাকবে শাসন, কী ইঙ্গিত দিলেন মোদী

Published : Aug 08, 2019, 10:59 PM IST
জম্মু-কাশ্মীরে কবে ভোট, নাকি কেন্দ্রের হাতেই থাকবে শাসন, কী ইঙ্গিত দিলেন মোদী

সংক্ষিপ্ত

২০১৯ লোকসভা নির্বাচনের সঙ্গে জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচন হয়নি। ৩৭০ ধারা বাতিল করার ফলে জম্মু ও কাশ্মীর দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে। কিন্তু রাজ্যে দ্রুতই নির্বাচন হবে বলে স্পষ্ট জানালেন নরেন্দ্র মোদী। তবে তা ঠিক কবে জানাননি প্রধানমন্ত্রী।  

২০১৯ লোকসভা নির্বাচনের সঙ্গেই বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। বাদ ছিল জম্মু-কাশ্মীর। তারপর গত রবিবার ৩৭০ ধারা বাতিল করার ফলে জম্মু ও কাশ্মীর রাজ্য ভাগ হয়ে লাদাখ, জম্মু ও কাশ্মীর - তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে। নির্বাচিত জনপ্রতিনিধিদের অগণতান্ত্রিকভাবে অস্বীকার করছে মোদী সরকার, বলে বিরোধীরা সমালোচনা করেছিল। বৃহস্পতিবার কিন্তু নরেন্দ্র মোদী স্পষ্ট ইঙ্গিত দিলেন শীঘ্রই হবে জম্মু কাশ্মীর রাজ্যের বিধানসভা নির্বাচন।

শুধু তাই নয়, এইবার জম্মু-কাশ্মীরের জনপ্রতিনিধি হবেন তাঁদের লোকেরাই বলে জানিয়েছেন মোদী। এদিন তিনি জানান, ১৯৪৭ সালের পর যাঁরা পাকিস্তান ছেড়ে কাশ্মীরে এসে আশ্রয় নিয়েছিলেন, তাঁরা এতদিন লোকসভা ভোটে অংশ নিতে পারলেও স্থানীয় নির্বাচনগুলিতে তাঁদের মতদানের অধিকার ছিল না। এতদিনে বিশেষ মর্যাদা উঠে যাওয়ায়, এবার থেকে তাঁরাও স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন।

তবে লাদাখের বিষয়টা আলাদা। এই অংশ বরাবরের জন্যই কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে থাকবে। কিন্তু প্রধানমন্ত্রী কাশ্মীরবাসীকে আশ্বস্ত করে বলেছেন দ্রুতই আগের মতো বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে উপত্যকায়। উপত্যকার মানুষই বিধায়ক হবেন, মন্ত্রী হবেন, মুখ্যমন্ত্রী হবেন। তার আগে পর্যন্ত কেন্দ্রের হাতেই থাকবে রাজ্যের দায়িত্ব।

 

PREV
click me!

Recommended Stories

Jharkhand Train Accident: ঝাড়খণ্ডে চলন্ত ট্রেনের ধাক্কা ট্রাকে, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
Republic Day 2026: কর্তব্যপথে ৩০টি ট্যাবলো, পশ্চিমবঙ্গের ট্যাবলোতে কী থাকবে?