Modi in Egypt: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মিশরে উষ্ণ অভ্যর্থনা, দেখুন সেই ছবি

Published : Jun 25, 2023, 01:11 PM ISTUpdated : Jun 25, 2023, 02:21 PM IST

পিরামিডের দেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাদরে অভ্যর্থনা জানালেন সেই দেশের নেতামন্ত্রীরা, সব ছবি দেখুন একনজরে।

PREV
18

কায়রো বিমানবন্দরে নরেন্দ্র মোদীকে স্বাগত জানালেন মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি।

28

তাঁকে সসম্মানে স্বাগত জানায় মিশরের সেনাবাহিনী

38

মিশরে প্রবাসী ভারতীয়দের পক্ষ থেকেও প্রধানমন্ত্রী মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

48

দুই দেশের বৈঠকে উপস্থিত ছিলেন মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সহ বহু নেতামন্ত্রীরা।

58

মিশরের গ্র্যান্ড মুফতি অধ্যাপক শাওকি ইব্রাহিম আল্লামের সাথে দেখা করেন নরেন্দ্র মোদী।

68

প্রখ্যাত চিন্তাবিদ হেগি তারেকের সঙ্গেও আলোচনা করেন তিনি।

78

হাসান আল্লাম হোল্ডিং কোম্পানির সিইও হাসান আল্লামের সাথেও মোদীর একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories