Modi in US: ভরা সভায় করতালিতে মুখর মোদীর ভাষণ, আমেরিকার পার্লামেন্টে সেলফি তোলার ধুম

Published : Jun 23, 2023, 09:27 AM IST

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সেলফি তোলার জন্য হুড়োহুড়ি পড়ে গেল আমেরিকার পার্লামেন্টে। দেখে নিন মোদীর বক্তব্য-সভার কিছু মুহূর্তের ছবি।

PREV
110

‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির’ রবীন্দ্রনাথ ঠাকুরের পংক্তি দিয়েই মার্কিন সভায় ভাষণ শুরু করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।

210

তাঁর পার্লামেন্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের প্রশংসায় ১৫ বার উঠে দাঁড়ালেন দেশের নেতা-মন্ত্রীরা।

310

মোদীর বক্তব্য চলাকালীন ৭৫ বার করতালিতে ফেটে পড়ল ভরাট সভাগৃহ।

410

তিনি বক্তব্য রাখার সময়েই চারিদিক থেকে উঠল ‘মোদী’ ‘মোদী’ জয়ধ্বনি।

510

বক্তব্যের শেষে নরেন্দ্র মোদীর কাছ থেকে সাগ্রহে অটোগ্রাফ চেয়ে নিলেন মার্কিন স্পিকার কেভিন ম্যাককার্থি

610

দেশের তাবড় নেতা-মন্ত্রীরা সংগ্রহ করে রাখলেন ভারতের প্রধানমন্ত্রীর স্বাক্ষর।

710

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে মোদি বলেন, 'এটা যুদ্ধের যুগ নয়, আলোচনা এবং কূটনীতির যুগ।

810

রক্তপাত ও মানুষের দুর্ভোগ রোধ করার জন্য আমাদের যা করতে হয়, সমস্তকিছু করতে হবে।'

910

ভাষণ শেষ হওয়ার পর নরেন্দ্র মোদীর সঙ্গে সেলফি তোলার জন্য ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। 

Read more Photos on
click me!

Recommended Stories