দলের মহিলা সাংসদদের নিয়ে প্রাতঃরাশে যোগ দিলেন নরেন্দ্র মোদী

  • দলের মহিলা সাংসদদের নিয়ে প্রাতঃরাশে যোগ দিলেন মোদী
  • শুক্রবার নিজ বাসভবনে তিনি আমন্ত্রণ জানান তাঁর দলের মহিলা সাংসদদের
  • ৩০ জন মহিলা সাংসদ যোগ দিয়েছিলেন এই প্রাতঃরাশে
  • সেখানেই একাধিক বিষয়ে আলোচনা সারলেন নরেন্দ্র মোদী
Indrani Mukherjee | Published : Jul 13, 2019 9:21 AM IST

শুক্রবার নিজ বাসভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর দলের মহিলা সাংসদদের নিয়ে যোগ দিয়েছিলেন প্রাতঃরাশে। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তাঁর বাসভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রাতঃরাশে যোগ দিতে এসেছিলেন প্রায় ৩০ জন মহিলা সাংসদ। সূত্রের খবর এদিন একাধিক বিষয়ে তাঁরা আলাপ-আলোচনা করেন  এবং নিজেদের মতামতও জানান।

শুধু তাই নয়, প্রত্যেক মহিলা সাংসদের কথাও তিনি যথেষ্ট গুরুত্ব সহকারে শোনেন। নারী শক্তির জয়জয়কার করে মোদী জানান যে, মহিলাদের মধ্যে এমন কিছু উদ্ভাবনী শক্তি রয়েছে যার সাহায্য মহিলারা খুব সহজেই সাধারণ মানুষের সঙ্গে একাত্ম হতে পারেন। সূত্রের খবর, এদিন মহিলা সাংসদদের মোদী জানিয়েছেন, স্বাস্থ্য, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং শ শুদের মধ্যে বাড়তে থাকা অপুষ্টির দিকে বিশেষ করে নজর দিতে হবে। 

Latest Videos

সেপ্টেম্বরেই মার্কিন সফরে যাচ্ছেন মোদী, রয়েছে একাধিক কর্মসূচি

দলের তরুণ সাংসদদের উদ্দেশে প্রধানমন্ত্রী জানান যে, তরুণ সাংসদদের উচিত নিজেদেরকে আরও বেশি করে সমাজসেবামুলক কাজে নিজেদের যুক্ত করা। কারণ সাধারণ মানুষ রাজনীতির থেকেও সমাজসেবামুলক কাজ বিশেষভাবে পছন্দ করেন। প্রসঙ্গত, দলের মহিলা সাংসদদের পাশাপাশি, এই দলীয় বৈঠকে অংশ নিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী, সেইসঙ্গে উপস্থিত ছিলেন দলের কার্যনির্বাহী সম্পাদক জেপি নাড্ডা। প্রসঙ্গত সপ্তদশ লোকসভায় মহিলা সাংসদদের সংখ্যা ৭৮, যার মধ্যে বিজেপিরই মহিলা সাংসদ রয়েছেন ৪১ জন। স্বাধীনতার পর থেকে এযাবতকালের সবচেয়ে বেশি মহিলা সাংসদ রয়েছেন এই সপ্তাদশ লোকসভায়।

Share this article
click me!

Latest Videos

Live: Wakf নিয়ে তৃণমূলকে ঝাঁঝাল আক্রমণ অগ্নিমিত্রার, দেখুন সরাসরি
সংকীর্তনের মাধ্যমে Bangladesh-এর ঘটনার প্রতিবাদ মায়াপুর ISKCON-এ, দেখুন ভিডিও
'রাজাকারদের নতুন বাচ্চাদের ভারত আত্মসমর্পণ করাবে' চরম হুমকি শুভেন্দুর | Suvendu Adhikari | BJP
WAQF Bill: ওয়াকফ বিল নিয়ে BJP-র ক্ষোভের আগুন! বিধানসভায় তীব্র বিক্ষোভ, দেখুন
ভরসন্ধ্যায় এ কীরকম গন্ধ! ঘরে উঁকি দিতেই চক্ষু চড়কগাছ! Nadia-এ চাঞ্চল্য | Nadia News Today