'BJPর দিকে তাকিয়ে রয়েছে বঙ্গবাসী', মেট্রোর উদ্বোধনের আগে দল ও জনগণকে পৃথক ২টি বার্তা মোদীর

Published : Aug 21, 2025, 06:01 PM IST

কলকাতা মেট্রোর তিনটি রুটের উদ্বোধনের পূর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুটি বার্তা। একটি কলকাতার জনগণকে। অন্যটি দিলেন বিজেপির নেতা ও কর্মীদের। 

PREV
15
মেট্রো উদ্বোধনের আগে মোদীর বার্তা

শুক্রবার, কাল মেট্রোর তিন রুটের উদ্বোধন। রাত পোহালেই কলকাতা মেট্রোর তিনটি রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু মেট্রোর উদ্বোধনের আগেই সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে মোট্রের কয়েকটি ছবি দিয়ে একটি বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। জানিয়েছেন কলকাতায় আসা সম্পর্কে একটি বার্তা দিয়েছেন। সেখানেই তিনি কলকাতাবাসীর উদ্দেশ্যে নিজের অনুভূতির কথা বলেছেন।

25
মোদীর বার্তা

সোশ্যাল মিডিয়ায় মোদী লিখেছেন, 'কলকাতার জনগণের মধ্য়ে থাকা সর্বদাই আনন্দের বিষয়। এমন একটি শহর, য়ার উন্নয়নে আমরা অত্যন্ত প্রতিপ্রতিবদ্ধ। শহরে আগামিকালের প্রোগামগুলি মূলত যোগাযোগের ওপর দৃষ্টি আকর্ষণ করে। নোয়াপাড়া-জয়হিন্দ বিমানবন্দর মেট্রো, শিয়ালদহ-এসপ্ল্যানেড ও বেলেঘাটা- হেমন্ত মুখোপাধ্য়ায় রুটগুলি ফ্ল্যাগঅফ করা হবে। বিমানবন্দরের পাশাপাশি আইটি হাব এলাকার সংযোগও বাড়ান হবে।'

35
দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেরদল বিজেপি নেতা ও কর্মীদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন অপর একটি মেসেজ। সেখানে তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। বলেছেন, 'আমি কলকাতার এক জনসভায় বিজেপির কর্মকর্তাদের মধ্যে থাকতে আগ্রহী। যতই দিন যাচ্ছে ততই তৃণমূলের বিরুদ্ধে জনগণের ক্ষোভ বাড়ছে। আমাদের উন্নয়নের এজেন্ডা দেখে অনেক আশা নিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির দিকে তাকিয়ে রয়েছে। সাধারণ মানুষ।'

45
তিন রুটের উদ্বোধন

কাল, শুক্রবার প্রধানমন্ত্রী কলকাতা মেট্রোর তিনটি রুটের উদ্বোধন করবেন। রুটগুলি গুলি হল এসপ্ল্যানেড-শিয়ালদহ। বউবাজার জটের কারণে দীর্ঘ দিন ধরেই এই রুটে মেট্রো চলাচল করতে পারেনি। যদিও এই রুটে কাটা সার্ভিসে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড ও সেক্টরফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো চলাচলা করত। কিন্তু বউবাজার এলাকার মেট্রো পরিষেবা চালু হলে একটানা হাওড়া থেকে শিয়ালদহ যাতায়াত করা যাবে। মাত্রে ১১ মিনিটেই পৌঁছে যাওয়া যাবে হাওড়া থেকে শিয়ালদহ।

55
বাকি দুটি রুট

বেলেঘাটা-রুবি

এই রুটে মেট্রো চালু হয়ে গেলে সরাসরি নিউগড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত যাতায়াত করা যাবে। স্টেশনগুলি হল- নিউগড়িয়া, SRFIT এলাকা, অজয়নগর, কালিকাপুর, রুবি। নতুন রুট চালু হলে প্রথম স্টেশন হবে ভিআপি বাজার, তারপর ঋত্বিক ঘটক স্টেশন, তারপর সায়েন্সসিটি স্টেশন। তারপরে বেলেঘাটা।

নোয়াপাড়া - বিমানবন্দর

এটি কলকাতা মেট্রোর ইয়েলো রুট। এই রুটে মেট্রো পরিষেবা চালু হলে উত্তর ২৪ পরগনার বাসিন্দারা বিশেষ সুবিধে পাবেন। বিমানবন্দর যাতায়াত অনেক সহজ হয়ে যাবে।

Read more Photos on
click me!

Recommended Stories