Modi On Vivekananda: নবজীবনের দিশারী ছিলেন স্বামীজি- মোদীর ভাষণে বিবেকানন্দ গাঁথা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে পালিত জাতীয় যুব দিবসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বুধবার পুদুচেরিতে ২৫ তম জাতীয় যুব উৎসবের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের জারি করা একটি বিবৃতি অনুসারে, উৎসবের লক্ষ্য ভারতের যুবকদের মন গঠন করা এবং তাদের জাতি গঠনের জন্য একটি ঐক্যবদ্ধ শক্তিতে রূপান্তর করা। 

জন্মবার্ষিকীতে স্বামী বিবেকানন্দকে (Swami Vivekananda) শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুদুচেরিতে (Puduchery) ২৫তম ন্যাশনাল ইউথ ফেস্টিভালের (25th Youth Festival) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তার আগে টুইটারে প্রধানমন্ত্রী স্বামীজির উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন করেন। বুধবার মোদী বলেন স্বামী বিবেকানন্দ আমাদের সকলের অনুপ্রেরণা। তিনি ভারতের শক্তির কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন। আধুনিক ভারত গঠনের জন্য তাঁর দৃষ্টিভঙ্গী ছিল সঠিক। আধুনিক ভারতের রূপকার ছিলেন তিনি। যুব সমাজের পথের দিশা দেখিয়ে তিনি দেশ গড়ার বার্তা দিয়েছিলেন। তাঁর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রত্যেককে একযোগে কাজ করতে হবে। 

ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি বার্তা দেন বিবেকানন্দ জাতীয় পুনর্জন্মের জন্য তাঁর জীবন উৎসর্গ করেছিলেন এবং অনেক তরুণকে জাতি গঠনের দিকে কাজ করতে অনুপ্রাণিত করেছিলেন। এছাড়াও, প্রধানমন্ত্রী দেশের জন্য স্বামী বিবেকানন্দের স্বপ্ন পূরণে জাতিকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী সারা দেশে জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়।

Latest Videos

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে পালিত জাতীয় যুব দিবসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বুধবার পুদুচেরিতে ২৫ তম জাতীয় যুব উৎসবের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO) দ্বারা জারি করা একটি বিবৃতি অনুসারে, উৎসবের লক্ষ্য ভারতের যুবকদের মন গঠন করা এবং তাদের জাতি গঠনের জন্য একটি ঐক্যবদ্ধ শক্তিতে রূপান্তর করা। এটি সামাজিক সংহতি এবং বৌদ্ধিক ও সাংস্কৃতিক একীকরণের অন্যতম বড় অনুশীলন।

উল্লেখ্য, স্বামী বিবেকানন্দের ১৫৯তম জন্মদিন ও ৩৭তম জাতীয় যুব দিবস পালন করা হচ্ছে দেশ জুড়ে। একই সঙ্গে স্বাধীনতার ৭৫ তম বর্ষ উদযাপন অনুষ্ঠান (75th Independence Day celebrations) আজাদী কি অমৃত মহোৎসবের (Azadi Ki Amrita Mahotsav) ভার্চুয়ালি দিল্লি থেকে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও সম্পূর্ণ অনুষ্ঠানটি ভার্চুয়ালি মাধ্যমে হচ্ছে। 

স্বামী বিবেকানন্দ ১৮৬৩ সালের ১২ জানুয়ারি পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তারিখে জন্মগ্রহণ করেন। স্বামী বিবেকানন্দের জন্মদিন প্রতি বছর রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মঠ এবং তাদের অনেক শাখা কেন্দ্রে ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য অনুসারে পালিত হয়। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী ভারতে জাতীয় যুব দিবস "যুব দিবস" বা "স্বামী বিবেকানন্দের জন্মদিন" হিসাবে পূর্ণ উদ্যমে পালিত হয়।

এদিন প্রধানমন্ত্রী পুদুচেরিতে MSME মন্ত্রকের প্রায় ১২২ কোটি টাকার প্রযুক্তি কেন্দ্রও উদ্বোধন করেন। ইলেকট্রনিক সিস্টেম ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং (ESDM) সেক্টরের উপর ফোকাস রেখে, এই প্রযুক্তি কেন্দ্রটি সর্বাধুনিক প্রযুক্তিতে সাজিয়ে তোলা হয়েছে। এটি যুবকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করার জন্য অবদান রাখবে এবং প্রতি বছর প্রায় ৬৪০০ প্রশিক্ষণার্থীকে ট্রেনিং দিতে পারবে। 

প্রধানমন্ত্রী মোদী পেরুন্থলাইভার কামারাজার মণিমণ্ডপম নামের একটি অডিটোরিয়ামের উদ্বোধন করেন এদিন। এটি প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে পুদুচেরি সরকার তৈরি করেছে। এটি মূলত ওপেন এয়ার থিয়েটার সহ একটি অডিটোরিয়াম। এটি প্রাথমিকভাবে শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হবে এবং এটিতে হাজার জনেরও বেশি মানুষ বসতে পারবেন। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

কেন ডিগবাজি খেয়ে TMC-তে সন্দেশখালি আন্দোলনের অন্যতম মুখ সুজয় মাস্টার! দেখুন | Sandeshkhali News
সন্দেশখালিতে নাম না করে Suvendu-কে আক্রমণ Mamata-র, হরিনাম গেয়ে মুখ্যমন্ত্রীকে পাল্টা শুভেন্দুর
হঠাৎ বাঘিনী জিনাত জেগে উঠল! তারপর | Tiger Zeenat Video #shorts #tiger #shortsvideo
Suvendu Adhikari Live : সল্টলেকে সংবাদমাধ্যমের মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
'কোন দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না' এমন কথা কেন বললেন মমতা? দেখুন | Mamata Banerjee | Sandeshkhali