নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠান, রাজনাথ সিং-অমিত শাহের সঙ্গে ৭২ মন্ত্রীর শপথ, রাজ্য থেকে দুই মন্ত্রী

নরেন্দ্র মোদীকে শপথবাক্য পাঠ করার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তারপরে শপথ নেন রাজনাত সিং, অমিত শাহ, নীতিন গডকরি। শপথবাক্য পাঠ করেন জেপি নাড্ডা, শিবরাজ সিং চৌহান, মনোহরলাল খট্টর, নির্মালা সীতারমন, এস জয়শঙ্কর।

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ ৭২ জন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাঁদের মধ্যে ৩০ জন ক্যাবিনেট মন্ত্রী। পাঁচ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আর ৩৬ জন প্রতিমন্ত্রী। তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথনিয়ে জওহরলাল নেহরুকে রেকর্ড ছুঁয়ে ফেললেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার বারাণসী লোকসভা কেন্দ্র থেকে দেড় লক্ষেরও বেশি ভোটে নির্বাচিত হয়েছেন।

নরেন্দ্র মোদীকে শপথবাক্য পাঠ করার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তারপরে শপথ নেন রাজনাত সিং, অমিত শাহ, নীতিন গডকরি। শপথবাক্য পাঠ করেন জেপি নাড্ডা, শিবরাজ সিং চৌহান, মনোহরলাল খট্টর, নির্মালা সীতারমন, এস জয়শঙ্কর।

Latest Videos

কর্ণাটকের এইচডি কুমারাস্বামী মন্ত্রী হিসেবে শপথ নেন। বিহারের নীতিশ কুমারের সহযোগী লালন সিং শপথ বাক্য পাঠ করেন। অসমের নেতা সর্বানন্দ সোনোয়াল , কিরেন রিজিজু শপথ বাক্য পাঠ করেন। তালিকায় রয়েছে বীরেন্দ্র কুমারের নামও। এদিন শপথ নেন মধ্যপ্রদেশের জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। শপথ নিয়েছেন হরদীপ সিং পুরী।

বর্ণাঢ্য শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করেন উত্তর প্রদেশের জয়ন্ত চৌধুরী। শিবসেনার পিডি জাদভ। বিজেপি নেতা অর্জুনরাম মেঘাওয়াল। জিতেন্দ্র সিং, ইন্দ্রজিৎ সিং, সিআর পাতিল। মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন রামবিলাস পাসোয়ানের পুত্র চিরাগ পাসোয়ান ও জি কিসান রেড্ডি। গতবারের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য এবারও মন্ত্রী হয়েছেন। কংগ্রেস ছেড়ে আসা জিতিন প্রসাদকেও মন্ত্রী করছে বিজেপি। শপথ নিয়েছেন শ্রীপদ নায়ের।

প্রতিমন্ত্রী হিসেবে উত্তর প্রদেশের বিজেপি সাংসদ পঙ্কজ চৌধুরী শপথ বাক্য পাঠ করেন। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন কিসান পাল। এদিন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন রামদাস আঠাওয়ালে। গতবারও তিনি মন্ত্রী ছিলেন। রামনাথ ঠাকুর ও নিত্যানন্দ রাই প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। তালিকায় রয়েছে আপনা দলের অনুপ্রিয় প্যাটেল, ভি সোমান্না, চন্দ্রশেখর পেম্মাসানি। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন এসপি সিং বাঘেল। প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন কর্নাটকের বিজেপি নেত্রী শোভা করন্দলজে। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন বিহারের সাংসদ কীর্তিবর্ধন সিং। বনগাঁর সাংসাদ শান্তনু ঠাকুর প্রতিমন্ত্রী হচ্ছেন। কেরলের একমাত্র বিজেপি সাংসদ সুরেশ গোপীও প্রতিমন্ত্রী হচ্ছেন। ফের প্রতিমন্ত্রী তামিলনাড়ুর এল মুরুগান। প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন উত্তরাখণ্ডের বিজেপি নেতা অজয় টামটা। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন রাজ্যের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। মন্ত্রী হচ্ছেন মধ্যপ্রদেশের সাবিত্রী ঠাকুর। উত্তর প্রদেশের কমলেশ পাসোয়ান, তেলাঙ্গনার বান্দি সঞ্জয় কুমার ও রাজস্থানের ভাগীরথি চৌধুরী শপথ বাক্য পাঠ করেন। তিনজনেই বিজেপির সাংসদ। প্রতিমন্ত্রী হচ্ছেন বিহারের সতীশচন্দ্র দুবে । প্রতিমন্ত্রী হচ্ছেন ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ সঞ্জয় শেঠ। প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন পঞ্জাবের রভনীত সিংহ বিট্টু। মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ দুর্গাদাস উইকে ও মহারাষ্ট্রের জলগাঁও জেলার রাভের কেন্দ্রের তিন বারের সাংসদ তথা প্রবীণ এনসিপি নেতা একনাথ খাড়সের পুত্রবধূ রক্ষা খাড়সে প্রতিমন্ত্রী হচ্ছেন। বিহারের মুজফ্‌ফরপুর কেন্দ্রের বিজেপি সাংসদ রাজভূষণ চৌধরি। অন্ধপ্রদেশের বিজেপি নেতা ভূপতি রাজু শ্রীনিবাস বর্মা ও দিল্লির হর্ষ মালহোত্রা প্রতিমন্ত্রী হচ্ছেন। বিজেপি সাংসদ নিমুবেন জয়ন্তিভাই বামভানিয়া শপথ নিলেন।

 

উত্তর প্রদেশের কমলেশ পাসোয়ান, তেলাঙ্গনার বান্দি সঞ্জয় কুমার ও রাজস্থানের ভাগীরথি চৌধুরী শপথ বাক্য পাঠ করেন। তিনজনেই বিজেপির সাংসদ। প্রতিমন্ত্রী হচ্ছেন বিহারের সতীশচন্দ্র দুবে । প্রতিমন্ত্রী হচ্ছেন ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ সঞ্জয় শেঠ। প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন পঞ্জাবের রভনীত সিংহ বিট্টু। মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ দুর্গাদাস উইকে ও মহারাষ্ট্রের জলগাঁও জেলার রাভের কেন্দ্রের তিন বারের সাংসদ তথা প্রবীণ এনসিপি নেতা একনাথ খাড়সের পুত্রবধূ রক্ষা খাড়সে প্রতিমন্ত্রী হচ্ছেন। বিহারের মুজফ্‌ফরপুর কেন্দ্রের বিজেপি সাংসদ রাজভূষণ চৌধরি। অন্ধপ্রদেশের বিজেপি নেতা ভূপতি রাজু শ্রীনিবাস বর্মা ও দিল্লির হর্ষ মালহোত্রা প্রতিমন্ত্রী হচ্ছেন। বিজেপি সাংসদ নিমুবেন জয়ন্তিভাই বামভানিয়া শপথ নিলেন। রাজভূষণ চৌধুরী, ভূপতি রাজু শ্রীনিবাস বর্মা, নিমুবেন বামভানিয়া, মুরলীঘর মহস, জর্জ কুরিয়ান প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।

 

সরিকদের ওপর নির্ভরশীল মোদী সরকার। পাঁচ এনডিএ সরিক দলকে একটি করে ক্যাবিনেট মন্ত্রী করা হয়েছে। সেই তালিকায় রয়েছে জেডিএর নেতা এইচডি কুমারাস্বামী, এইচএএম নেতা জিতিন রাম মাঝি, জেডিইউ নেতা রাজীব রঞ্জন সিং লালন, টিডিপি নেতা কেরাম মোহন নাইডু, এলজেপি নেতা চিরাগ পাসোয়ান।

 

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari