Modi Ki Guarantee: 'প্রথম গ্যারান্টি আমায় দিয়েছিল'... মোদীকে ধুয়ে দিলেন স্ত্রী যশোদা

সংক্ষিপ্ত

এর মধ্যেই ভাইরাল হয়ে গেল মোদীর প্রাক্তন স্ত্রীয়ের একটি ছবি। যশোদাবেন-এর এই ছবি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়ে গিয়েছে নেট মাধ্যমে। কিন্তু আদপে কী রয়েছে এই ছবিতে?

১৯ তারিখ থেকে শুরু হচ্ছে নির্বাচন প্রক্রিয়া। দিল্লি দখলের লড়াইয়ে প্রায় প্রত্যেক দলের ম্যানিফেস্টোতেই রয়েছে হাজার হাজার প্রতুশ্রুতি। বিজেপির ম্যানিফেস্টো নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার ভোটে জিতলে ঠিক ঠিক কী কাজ করবে বিজেপি তার তালিকা প্রকাশ করে লেখা হয়েছে ‘মোদী কি গ্যারেন্টি’ অর্থাৎ জিতলেই এইসব কাজ হবে। এমন কথা দিচ্ছেন প্রধান মন্ত্রী নিজেই। এই নিয়ে বেশ তরজা উঠেছে রাজনৈতিক মহলে।

এর মধ্যেই ভাইরাল হয়ে গেল মোদীর প্রাক্তন স্ত্রীয়ের একটি ছবি। যশোদাবেন-এর এই ছবি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়ে গিয়েছে নেট মাধ্যমে। কিন্তু আদপে কী রয়েছে এই ছবিতে?

Latest Videos

ছবিতে হাতে একটি কাগজ ধরে রয়েছেন যশোদা। সেই কাগজে সরাসরি মোদীর গ্যারান্টিকে নিশানা করা হয়েছে। কাগজটিতে লেখা রয়েছে “ সবার আগে মোদী আমাকে গ্যারান্টি দিয়েছিল। বাকি আপনারা যথেষ্ট বুদ্ধিমান, বুঝে নিয়েছেন” । ব্যাস এই ছবি প্রকাশ পেতেই মহূর্তে ভাইরাল হয়ে যায়। তবে কি নিজের প্রাক্তন স্বামীকে কটাক্ষ করেছে যশোদাবেন। 

বিভিন্ন বিজেপি বিরোধী পেজেও ছড়িয়ে পড়ে এই ছবি। কিন্তু এই ছবি একেবারেই সত্যি নয়। যশোদাবেনের কোনও পুরান ছবি এডিট করেই এই ভাইরাল ছবিটি বানানো হয়েছে বলে জানা গিয়েছে।

Share this article
click me!

Latest Videos

Sukanta Majumdar: 'মমতা ইচ্ছা করেই দাঙ্গা হতে দিয়েছেন!' বিস্ফোরক মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari: ‘কী সাহস! বলছে হিন্দুদের জবাই করবে!’ মমতার সরকারকে কড়া বার্তা শুভেন্দু অধিকারীর