অসমে বন্যা কবলিত মানুষ আশ্রয় নিল কলাগাছে, উদ্ধারের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

  • অসমে বন্যা কবলিত মানুষ আশ্রয় নিল কলাগাছে
  • কলাগাছকে আশ্রয় করে প্রাণ বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন সাধারণ মানুষ 
  • উদ্ধারের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
  • দেখুন তাঁদের উদ্ধারের সেই ভিডিও
     
Indrani Mukherjee | Published : Jul 18, 2019 7:55 AM IST

অসমের বন্যা পরিস্থিতি যে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার প্রমাণ মিলেছে গত কয়েকদিনে প্রকাশিত ছবি বা ভিডিও থেকেই। বন্যাকবলিত অসমে পরিস্থিতি এখন এতটাই ভয়ঙ্কর যে, সাধারণ মানুষের বেঁচে থাকাটাই এখন প্রশ্নের মুখে। নেট দুনিয়ায় ভাইরাল হওয়া একাধিক ছবি থেকে অসমের মানুষের অসহায়তার ছবি স্পষ্ট। 

সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার দ্বারা প্রকাশিত ভিডিওতে ধরা পড়েছে বন্যা কবলিত মানুষের অসহায়তার ছবি। অসমের মরিগাঁও-তে বন্যার কারণে আটকে পরা একাধিক মানুষকে উদ্ধারে নেমেছিল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। বন্যা কবলিত মানুষদের উদ্ধার করার জন্য তাঁরা কোনও প্রচেষ্টাই বাদ রাখেননি। মরিগাঁও অঞ্চলে সাধারণ মানুষের আটকে পড়ার খবর পেয়ে সেখানে পৌঁছান উদ্ধারকারী দল। ওই ভিডিওতে দেখা গিয়েছে, গলা-সমান জলে ডুবে রয়েছেন কয়েকজন মানুষ। তাঁরা ভর করে রয়েছেন কয়েকটি কলাগাছে। আর সেই কলাগাছের ভেতর থেকে বন্যা-পীড়িতদের উদ্ধার করে নিয়ে আসছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল। 

Latest Videos

বর্ষা দেরিতে আসার কারণে বদলে যেতে চলেছে ৭৮ বছরের বছরের পুরনো ক্যালেন্ডার

অসমে বন্যপ্রাণীদের সুরক্ষার্থে গাড়ি চালানো নিয়ে সতর্কবার্তা দিলেন রোহিত শর্মা

 

এখনও পর্যন্ত শিশু এবং বয়স্ক মিলিয়ে প্রায় ২৫০০ মানুষ। এর মধ্যে ছিলেন গর্ভবতী মহিলাও। মরিগাঁও থেকে তাঁদেরও উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট তেজ বাহাদুর সিং জানিয়েছেন, মরিগাঁও থেকে উদ্ধার হওয়া সকলকেই নিরাপদ স্থানে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। আরও কেউ বন্যায় আটকে পড়েছেন কিনা তাঁদেরও সন্ধান চালানো হচ্ছে।  

Share this article
click me!

Latest Videos

Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর
'আমাদের এখানে কিম জং-য়ের লাইট ভার্সন আছে' Mamata-কে নাম না করে চরম কটাক্ষ Sukanta Majumdar-এর
২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
তুমুল প্রতিবাদ! চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল Bangladesh | ISKCON
'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari