ধনখড়ের পরবর্তী উত্তরসূরি কে হবেন? উপ রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা করল কমিশন

Published : Aug 01, 2025, 02:40 PM IST

India Vice President Election 2025: শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হঠাৎ করেই উপ রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়। কে হবেন দেশের পরবর্তী উপ রাষ্ট্রপতি? উত্তরসূরি খোঁজার প্রক্রিয়া শুরু করল জাতীয় নির্বাচন কমিশন।। 

PREV
15
ভারতের উপ রাষ্ট্রপতি নির্বাচন

প্রাক্তন উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের উত্তরসূরি কে হতে চলেছেন? তা জানা যাবে খুব শীঘ্রই। ভারতের পরবর্তী উপ রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। জানা গিয়েছে, ভাইস-প্রেসিডেন্ট নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শুক্রবার এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে একটি নোটিস জারি করেছে কমিশন। 

25
কে হবেন জগদীপের উত্তরসূরি?

সরকারি সূত্রে খবর, জগদীপ ধনখড় ইস্তফা দেওয়ায় ভাইস-প্রেসিডেন্ট বা ভারতের উপ-রাষ্ট্রপতির পদটি শূন্য হওয়ায় নির্বাচন কমিশন ১৭তম ভাইস-প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের জন্য বিস্তারিত সময়সূচি প্রকাশ করেছে। প্রেসিডেনশিয়াল ও ভাইস-প্রেসিডেনশিয়াল ইলেকশন অ্যাক্ট, ১৯৫২-র আওতায় এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। 

35
কবে ভোটগ্রহণ প্রক্রিয়া?

নির্বাচন কমিশনের প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ভাইস-প্রেসিডেন্ট নির্বাচনের নির্ধারিত সময়সূচি হল:-

নির্বাচনের বিজ্ঞপ্তি জারি: ৭ অগাস্ট, ২০২৫

মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ: ২১ অগাস্ট, ২০২৫

মনোনয়নের যাচাইয়ের দিন: ২২ অগাস্ট, ২০২৫

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ: ২৫ অগাস্ট, ২০২৫

ভোটগ্রহণের তারিখ (প্রয়োজনে): ৯ সেপ্টেম্বর, ২০২৫

ভোটগ্রহণের সময়: সকাল ১০টা থেকে বিকেল ৫টা

গণনার দিন (প্রয়োজনে): ৯ সেপ্টেম্বর, ২০২৫

45
উপ রাষ্ট্রপতি নির্বাচনে কারা ভোট দেন?

ভারতের সংবিধানের ৬৬ নম্বর অনুচ্ছেদ অনুসারে, ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হন উভয় সংসদীয় কক্ষের সদস্যদের গঠিত নির্বাচনী কলেজের ভোটে। এই নির্বাচনে ৭৮২ জন সদস্য ভোট দেবেন— যাদের মধ্যে ২৩৩ জন রাজ্যসভার নির্বাচিত সদস্য, ১২ জন মনোনীত সদস্য এবং ৫৪৩ জন লোকসভার নির্বাচিত সদস্য রয়েছেন (বর্তমানে একটি আসন শূন্য)।

55
কীভাবে হবে ভোট গ্রহণ?

সরকারি সূত্রে খবর, এই নির্বাচন হবে গোপন ব্যালটে। এবং একক স্থানান্তরযোগ্য ভোট পদ্ধতিতে। ভোটারদের একটি নির্দিষ্ট কলমের মাধ্যমে ব্যালট চিহ্নিত করতে হবে, যা কমিশনের পক্ষ থেকে সরবরাহ করা হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, এই নির্বাচনকে পরিবেশবান্ধব ও স্বচ্ছ রাখার লক্ষ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ভোট গণনা ও ভোট গ্রহণ উভয়ই অনুষ্ঠিত হবে সংসদ ভবনে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

Read more Photos on
click me!

Recommended Stories