Sikkim Flood: প্রায় দেড় হাজার পর্যটক নিখোঁজ! মৃত ৬, চলছে উদ্ধার কাজ, তাণ্ডব চলছে সিকিমে

নিখোঁজ প্রায় দেড় হাজার পর্যটক! মৃত ৬, চলছে উদ্ধার কাজ, সিকিমে ভয়াবহ পরিস্থিতি

Anulekha Kar | Published : Jun 14, 2024 5:03 AM IST / Updated: Jun 14 2024, 11:15 AM IST
18
ভয়ঙ্কর পরিস্থিতি সিকিমে!

সিকিমে আকাশ ভাঙা বৃষ্টি! ধসের জেরে নাজেহাল অবস্থা রাজ্যের। গোটা দেশের সঙ্গে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। লাচুং, লাচেনের মতো বেশ কয়েকটি পর্যটক কেন্দ্রের অত্যন্ত খারাপ অবস্থা। (প্রতীকী ছবি)

28
এখনও নিখোঁজ বহু পর্যটক

এখনও আটকা পড়ে রয়েছে প্রায় দেড় হাজার পর্যটক। প্রায় ৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। (প্রতীকী ছবি)

38
বন্যায় বিপর্যস্ত গোটা রাজ্য

ভেঙে গিয়েছে বেশ কয়েকটি সেতুও। ভেঙে গিয়েছে মঙ্গন ও চুংথাংয়ের সংযোগকারী বেইলি সেতুটি।(প্রতীকী ছবি)

48
মারাত্মক ক্ষতিগ্রস্থ রাজ্যবাসী

ধসের জেরে বেশ কয়েকটি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। তছনছ হয়ে গিয়েছে একাধিক বাড়ি। ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি। (প্রতীকী ছবি)

58
চলচে উদ্ধারকাজ

কীভাবে উদ্ধার কাজ শুরু হবে বা ত্রাণ পৌঁছে দেওয়া হবে সেই সব নিয়ে বুধবার বৈঠক করেছেন সরকারি আধিকারিকরা।(প্রতীকী ছবি)

68
সরকার তৎপরতার সঙ্গে কাজ করছে

সিকিমের বিপর্যয় নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন, সিকিমের মুখ্যমন্ত্রী প্রেমসিংহ তামাং। (প্রতীকী ছবি)

78
ক্ষতিগ্রস্তদের বাঁচানোর চেষ্টা করা হচ্ছে

তিনি জানিয়েছেন 'ক্ষতিগ্রস্তদের কাছে সাহায্য পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। গৃহহীনদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে সরকার।'(প্রতীকী ছবি)

88
বন্ধ বহু রাস্তাঘাট

১০ নম্বর জাতীয় সড়কের অবস্থায় একেবারে বিপর্যস্ত। তাই বিকল্প রাস্তার ব্যবহার করছে কালিম্পংয়ের জেলা প্রশাসন। (প্রতীকী ছবি)

Share this Photo Gallery
click me!

Latest Videos