Anulekha Kar | Published : Jun 14, 2024 10:33 AM / Updated: Jun 14 2024, 11:15 AM IST
ভয়ঙ্কর পরিস্থিতি সিকিমে!
সিকিমে আকাশ ভাঙা বৃষ্টি! ধসের জেরে নাজেহাল অবস্থা রাজ্যের। গোটা দেশের সঙ্গে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। লাচুং, লাচেনের মতো বেশ কয়েকটি পর্যটক কেন্দ্রের অত্যন্ত খারাপ অবস্থা। (প্রতীকী ছবি)
এখনও নিখোঁজ বহু পর্যটক
এখনও আটকা পড়ে রয়েছে প্রায় দেড় হাজার পর্যটক। প্রায় ৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। (প্রতীকী ছবি)
বন্যায় বিপর্যস্ত গোটা রাজ্য
ভেঙে গিয়েছে বেশ কয়েকটি সেতুও। ভেঙে গিয়েছে মঙ্গন ও চুংথাংয়ের সংযোগকারী বেইলি সেতুটি।(প্রতীকী ছবি)
মারাত্মক ক্ষতিগ্রস্থ রাজ্যবাসী
ধসের জেরে বেশ কয়েকটি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। তছনছ হয়ে গিয়েছে একাধিক বাড়ি। ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি। (প্রতীকী ছবি)
চলচে উদ্ধারকাজ
কীভাবে উদ্ধার কাজ শুরু হবে বা ত্রাণ পৌঁছে দেওয়া হবে সেই সব নিয়ে বুধবার বৈঠক করেছেন সরকারি আধিকারিকরা।(প্রতীকী ছবি)