Modi on Op Sindoor: চরমে ভারত-পাক সংঘাত পরিস্থিতি, দেশের কঠিন সময়ে বিরোধীদের পাশে থাকার বার্তা মোদীর

Published : May 08, 2025, 12:28 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Modi Over India Pakistan Tension: মারের বদলা মার। পাকিস্তানকে মেরে সেই বদলা নিলো ভারত। বুধবার গভীর রাতে ভারতের এয়ার স্ট্রাইক। জানুন আরও বিশদে…        

Modi Over India Pakistan Tension: মারের বদলা মার। পাকিস্তানকে মেরে সেই বদলা নিলো ভারত। বুধবার গভীর রাতে ভারতের এয়ার স্ট্রাইকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি। ভারত সরকারের 'অপারেশন সিঁদুর'-র পর কি আরও কোনও বড় পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার? এই নিয়ে নতুন জল্পনার মধ্যেই বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডাকে কেন্দ্র।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সহ কেন্দ্র সরকারের হেভিওয়েট নেতামন্ত্রীরা। সর্বদলীয় এই বৈঠক থেকে ভারত-পাক উত্তেজনার আবহে সমস্ত বিরোধী দলগুলিকে ও দেশবাসীকে সরকারের পাশে থাকার আর্জি জানিয়েছেন নমো (Narendra Modi)।

সরকারের ডাকা সর্বদলীয় বৈঠকে কারা-কারা উপস্থিত ছিলেন? (Centre briefs parties on Op Sindoor):-

"অপারেশন সিঁদুর" নিয়ে বৃহস্পতিবার সরকার সমস্ত দলকে অবহিত করে। এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। সূত্র মারফত খবর, প্রধানমন্ত্রীর তরফে বিরোধী দলগুলোকে সশস্ত্র বাহিনীর বীরত্বের কথা জানানো হয়েছে। কারণ, ভারতের তিন বাহিনী একযোগে পাকিস্তানের অভ্যন্তরে জঙ্গি ঘাঁটিগুলিতে আঘাত হেনেছে। যা অন্যতম বৃহৎ সীমান্ত পেরিয়ে অভিযান বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী।

সরকারের ডাকা এই সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তাঁর সভাপতিত্বে সর্বদলীয় বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জেপি নাড্ডা ও নির্মলা সীতারামন উপস্থিত ছিলেন। এছাড়াও তৃণমূল কংগ্রেসের তরফে বৈঠকে উপস্থিত ছিলেন, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন, লোকসভার বিরোধী দলনেতা ও সাংসদ রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে। ডিএমকে-র টি আর বালু বৈঠকে উপস্থিত ছিলেন।

 

 

অন্যদিকে, অন্যান্য বিরোধী নেতাদের মধ্যে ছিলেন সমাজবাদী পার্টির রাম গোপাল যাদব, আপের সঞ্জয় সিং, শিবসেনা (ইউবিটি)-র সঞ্জয় রাউত, এনসিপি (এসপি)-র সুপ্রিয়া সুলে, এআইএমআইএম সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি এবং বিজেডি-র সস্মিত পাত্র।

২০১৯ সালের বালাকোট বিমান হামলার পর তাদের অবস্থান থেকে সরে এসে, বিরোধী দলগুলি এবার সশস্ত্র বাহিনীর ভূয়সী প্রশংসা করেছে, কারণ তারা বুধবার জইশ-ই-মোহাম্মদ (জেইএম) এবং লস্কর-ই-তৈয়বা (এলইটি) সম্পর্কিত নয়টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে।

উল্লেখ্য, ভারতের 'অপারেশন সিঁদুরে' দিশেহারা পাকিস্তান। বুধবার গভীর রাতে এয়ার স্ট্রাইকের পর থেকেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে পাকিস্তান (Pakistan)। তাহলে কী এবার ভারতের বিরুদ্ধে পাল্টা প্রত্যাঘাত হানবে পাকিস্তান? সূত্রের খবর তেমনটাই। কারণ, ভারতের বিরুদ্ধে লড়তে সেনবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে শাহবাজ শরিফ সরকার।

জানা গিয়েছে, এক পাক প্রেস বিবৃতিতে দাবি করা হয়েছিল যে, 'পাকিস্তানের মাটিতে জঙ্গি শিবিরের উপস্থিতি নিয়ে ভারতের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। ২২ এপ্রিলের ঘটনার পর এটা স্পষ্ট করে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, পহেলগাঁওয়ে হামলার ঘটনায় পাকিস্তান স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেটি গৃহীত হয়নি।'

ওই পাক প্রেস বিবৃতিতে আরও বলা হয়েছে যে, যে সমস্ত জায়গায় সাধারণ মানুষের বসবাস সেখানেই হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান সঠিক সময়ে এর যোগ্য জবাব দেবে।' সেনাকে ইতিমধ্যে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে ওই প্রেস বিবৃতিতে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'হিন্দু রেট অফ গ্রোথ'! ভারতের ডিজিপি বাড়তেই হিন্দুদের অপমান নিয়ে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে পেনশন ও ডিএ নিয়ে নতুন মোড়! এক কোটি পরিবারকে স্বস্তি দিয়ে সরকার দিল বড় আপডেট