
Helicopter Crashes in Uttarakhand: বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় গঙ্গোত্রী যাওয়ার পথে একটি বেসরকারি হেলিকপ্টার ভেঙে পড়ে মৃত্যু হয় ৫ জনের। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে জানা গেছে, বিমানটিতে প্রায় সাতজন যাত্রী ছিলেন এবং দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।
জবাবে পুলিশ, সেনাকর্মী, বিপর্যয় মোকাবিলা কিউআরটি, একটি টিম ১০৮ অ্যাম্বুলেন্স, ভাটওয়ারির বিডিও এবং রাজস্ব দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। গাড়োয়ালের ডিভিশনাল কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে উত্তরকাশী জেলার গঙ্গানানির কাছে একটি হেলিকপ্টার দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।
ভারতের উত্তরাখণ্ডের তেহরি জেলায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। দেবপ্রয়াগের কাছে বদ্রীনাথ হাইওয়েতে এই দুর্ঘটনায় হরিয়ানার ফরিদাবাদের পরিবারের সদস্যরা প্রাণ হারিয়েছেন।
একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে চামোলি জেলার গৌচরে যাওয়ার সময় দেবপ্রয়াগ থেকে শ্রীনগরের দিকে প্রায় ১৫ কিলোমিটার দূরে বাগওয়ানের কাছে একটি মাহিন্দ্রা থার গাড়ি নদীতে পড়ে যায়।
দ্রুত উদ্ধার অভিযানের পর ক্রেনের সাহায্যে গাড়িটি উদ্ধার করা হয়। পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, একজন মহিলাকে উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসা নিচ্ছেন।
প্রাথমিক তদন্তে অনুমান, গতি বাড়ার জেরেই এই বিধ্বংসী ঘটনা ঘটতে পারে। গাড়িতে দুই নারী ও চারজন পুরুষসহ ছয়জন ছিলেন। অনিতা নেগি নামে ওই মহিলাকে উদ্ধার করে শ্রীনগর বেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে নদী থেকে তিন শিশুসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় নিহতের ছেলে, বোন, দেওর এবং আরও দুই শিশু মারা যায়।