যদিও এই ঘটনার তদন্তে এই আসছে না তদন্তকারীরা। তাদের তদন্ত ওড়িশার মধ্যেই সীমবদ্ধ।
511
অভ্যন্তরীন বিষয়
ওড়িশার মন্ত্রী হরিচন্দ্রন পুরীর জগন্নাথ মন্দির প্রশাসনকে যে চিঠি দিয়েছেন, সেই চিঠির ইংরেজিতে অনূদিত প্রতিলিপি পোস্ট করেন শুভেন্দু। তাতে স্পষ্ট ভাবেই পুরীর মন্দির প্রশাসনকে বলা হয়েছে ‘অভ্যন্তরীণ তদন্ত’ করতে।
611
তদন্তের নির্দেশ
পুরীর মন্দিরের সঙ্গে যুক্ত কারা দিঘায় এই মন্দির প্রতিষ্ঠা, মূর্তি তৈরি এবং তাতে প্রাণপ্রতিষ্ঠার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখে ব্যবস্থা নিতে বলা হয়েছে মন্ত্রীর চিঠিতে।
711
মন্ত্রীর চিঠি
ওড়িশার মন্ত্রীর চিঠিতে বলা হয়েছে দিঘায় একটি জগন্নাথ মন্দির নির্মাণ হয়েছে। সেই মন্দিরকে জগন্নাথ ধাম বলা হচ্ছে। তাতে পুরীর সেবায়েতদের অংশগ্রহণ ও উদ্বৃত পবিত্র কাঠ দিয়ে দিঘায় মন্দির করা হয়েছে-এই নিয়ে আলোচনা হচ্ছে। এই ধরনের আলোচনা ওড়িশাবাসী আর ভক্তদের মনে আঘাত দিচ্ছে। তই সবকিছু খতিয়ে দেখা দরকার।
811
বঙ্গ বিজেপির দাবি
পুরীর মন্দিরে জগন্নাথের নবকলেবরের উদ্বৃত্ত কাঠ এনে যে দিঘার বিগ্রহ তৈরি হয়েছে, তা রাজেশ দয়িতাপতি নিজেই বলেছেন। তাই আর তদন্তের প্রয়োজন নেই। যদিও দৈতাপতি পরে নিজের মন্তব্য থেকে সরে আসেন বলেও দাবি একাংশের।
911
শাস্তি হতে পারে
তবে পুরীর জগন্নাথ মন্দিরের নিম কাঠ যদি চুরি হয়ে থাকে তাহলে দোষীদের উপযুক্ত শাস্তিরও দাবি উঠেছে জগন্নাথ ভক্তদের মধ্যে।
1011
জগন্নাথ ধাম বলায় আপত্তি
অন্যদিকে পুরীর জগন্নাথ মন্দির প্রাচীর আর ঐতিহ্যপূর্ণ। কিন্তু দিঘায় নতুন মন্দির তৈরি হয়েছে। তাই দিঘার মন্দিরকে জগন্নাথ ধাম বলায় প্রবল আপত্তি জানিয়েছে ওড়িশার বিজেপি নেতারা আর মন্দিরের সেবাইতরা।
1111
দিঘার জগন্নাথ মন্দির
মুখ্যমন্ত্রী মমত বন্দ্যোপাধ্য়ায়ের উদ্যোগে দিঘা ২৫০ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে জগন্নাথ মন্দির। যাকে কেন্দ্র করে পর্যটনের স্বপ্ন দেখছে স্থানীয়রা।