- Home
- West Bengal
- West Bengal News
- থোড়াই কেয়ার দিলীপ ঘোষ! একদিকে দল - অন্যদিকে তৃণমূল নেত্রী মমতা, ধুয়ে দিলেন বিজেপি নেতা
থোড়াই কেয়ার দিলীপ ঘোষ! একদিকে দল - অন্যদিকে তৃণমূল নেত্রী মমতা, ধুয়ে দিলেন বিজেপি নেতা
Dilip Ghosh: দিলীপ ঘোষ নিজের মতই রয়েছেন। একদিকে দিঘা থেকে ঘুরে এসে তিনি যেমন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সমালোচনা করছেন। তেমনই সমালোচনা করছেন নিজের দলেরও।

চর্চায় দিলীপ ঘোষ
রাজ্য রাজনীতিতে বর্তমানে চর্চায় দিলীপ ঘোষ। বিশেষ করে স্ত্রীকে নিয়ে তাঁর দিঘায় জগন্নাথ মন্দির সফর। যা নিয়ে দলে কোনঠাসা তিনি।
দলে কোনঠাসা দিলীপ
জগন্নাথ মন্দির দেখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে দিঘায় গিয়েছিলেন দিলীপ ঘোষ। তাই নিয়ে দলের নেতা কর্মীরা তাঁর সমালোচনায় সরব হয়েছেন। পাল্টা দিলীপও সমালোচনা করেছেন।
কিন্তু দিলীপ নিজের মত!
কিন্তু দিলীপ ঘোষ নিজের মতই রয়েছেন। একদিকে দিঘা থেকে ঘুরে এসে তিনি যেমন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সমালোচনা করছেন। তেমনই অন্যদিকে তিনি সমালোচনা করছেন নিজের দলেরও।
মমতার সমালোচনা
দিলীপ জানিয়েছেন 'আমি যে সৌজন্য দেখিয়েছি তা মমতা বন্দ্যোপাধ্য়ায় দেখাতে পারেনি!' দিঘায় মমতার সঙ্গে বৈঠকের পরই কলকাতায় ফিরে রীতিমত বিস্ফোরক বিজেপি নেতা।
দিলীপ উবাচ
দিলীপ ঘোষ শনিবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণে দিয়ে সাংবাদিককের মুখোমুখি হয়ে জানিয়েছেন, 'মমতা যদি রাম মন্দিরে যেতেন, সৌজন্য দেখাতেন…'।
দিলীপ আরও বলেছেন,
দিলীপ আরও বলেছেন, 'আজ ওনাকে মন্দির করতে হয়েছে, তৃণমূলকে রামনবমীর মিছিল করতে হচ্ছে। সেই তো করতে হল। উনি কেন যাননি? উনি তো সৌজন্য দেখাননি। দিলীপ ঘোষ সৌজন্য দেখিয়েছে'। কলকাতা ফিরেই রীতিমত বিস্ফোরণ দিলীপ ঘোষ।
দল প্রসঙ্গেও বিস্ফোরক দিলীপ
দিলীপ ঘোষ বলেন, 'তিনি কারোর সমর্থন চান না। তিনি নিজের নীতি মেনে চলেন।' দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান প্রসঙ্গেও তিনি কটাক্ষ করেছেন দলের নীতির।
নিজের কর্মসূচি
দিলীপ ঘোষ জানিয়েছেন, 'আমি নিজেই নিজের কর্মসূচি তৈরি করি। আমি কারোর সমর্থন চাই না। নিজের আদর্শ মেনে আমি কাজ করি'
দিলীপের কর্মসূচি
দিলীপ ঘোষ বলেন, 'আমি সকালে সংবাদমাধ্যমের সঙ্গে দেখা করি। সারাদিন নানান অরাজনৈতিক অনুষ্ঠানে যাচ্ছি। সামাজিক অথবা ধর্মীয় অনুষ্ঠানে যাই। শুক্রবারও বাইরেই ছিলাম। এছাড়া সকাল থেকে কত মানুষ দেখা করতে আসেন। তাঁদের সময় দিতে হয়। সেটা তো কর্মসূচির মধ্যে থাকে না'।
বিশ্রাম জরুরি
দিলীপ ঘোষ জানিয়েছেন ঠাসা কর্মসূচি তাঁর। তবে এখন বিশ্রামও জরুরি!
আমন্ত্রিত অভিষের
সূত্রের খবর দিলীপ ঘোষের রিসেপশনে আমন্ত্রণ জানান হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে। যদি তৃণমূলের সেনাপতি সেখানে হাজির হন তাহলে আবারও ঝড় উঠবে রাজ্য রাজনীতিতে।
বিজেপির পছন্দ নয়
এমনিতেই মমতা বন্দ্যোপাধ্য়ায় বা তৃণমূলের সঙ্গে দিলীপ ঘোষের এই ঘনিষ্টতা বিজেপি নেতা বা সংঘ পরিবার কারোরই পছন্দ নয়। তাই আপাতত দিলীপকে বিজেপির কোনও কর্মসূচিতে ডাকা হবে না বলেও সূত্রের খবর।

