রবিবার মোট দু'দফায় সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠান আয়োজন করা হয়। সকালে হয় সেঙ্গোল স্থাপন এবং প্রার্থনা।
শত বিতর্কের মাঝেই নতুন সংসদ ভবন পেল দেশ। ২৮ মে, রবিবার শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুজো, যোজ্ঞ, অনুষ্ঠানের মধ্য দিয়ে মহা ধুমধামে উদ্বোধন হল সংসদ ভবনের। রবিবার সকালে নয়া সংসদভবন চত্বের পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও লোকসভার স্পিকার ওম বিড়লা। প্রথমেই গান্ধী মূর্তিতে মালা দেন তিনি। এরপর সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয় যোজ্ঞ ও পুজো। পাশাপাশি বসেই পুজোয় অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও লোকসভার স্পিকার ওম বিড়লা। পুজোর পরই রাজদণ্ড 'সেঙ্গোল'কে সাষ্টাঙ্গে প্রণাম করেন মোদী। তারপর যাবতীয় বিতর্ককে পেছনে ফেলে অবশেষে নয়া সংসদ ভবনে স্থাপিত হল সেঙ্গোল।
রবিবার মোট দু'দফায় সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠান আয়োজন করা হয়। সকালে হয় সেঙ্গোল স্থাপন এবং প্রার্থনা। এরপর সেঙ্গল প্রতিস্থাপন এবং প্রার্থনার পর দুপুর ১২টায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হবে। জানা যাচ্ছে এই পর্বের সূচনা হবে জাতীয় সঙ্গীতের মাধ্যমে। অনুষ্ঠান শেষে ৭৫ টাকার কয়েন এবং স্ট্যাম্প প্রকাশ করবেন মোদী। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর দুপুর ২টো-আড়াইটে নাগাদ সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠান শেষ হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার নতুন সংসদ ভবন উদ্বোধনের আগেই তাঁর নিজের বাসভবনে অধিনামদের সঙ্গে দেখা করেন। তাঁর আশীর্বাদন গ্রহণ করেন। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। পাশাপাশি তাঁদের হাত থেকে সেঙ্গোল তুলে নেন। এটিকে ব্রিটিশ ক্ষমতা হস্তান্তরের প্রতীক হিসেবেই দাবি করছে বিজেপি। যদিও এই দাবি মানতে নারাজ কংগ্রেস। কংগ্রেস জানিয়েছে এমন কোনও ঐতিহাসিক তথ্য নেই যেখানে সেঙ্গোলকে ক্ষমতা হস্তান্তরের প্রতীক হিসেবে চিহ্নিত করা হয়। যাইহোক কেন্দ্রীয় সরকার জানিয়েছে নতুন সংসদ ভবনে স্পিকারের পাশেই রাখা হবে এই সেঙ্গোল। রবিবার অর্থাৎ ২৮ মে নতুন সংসদ ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।