New Parliament Building: 'স্বাধীনতার পরও সেঙ্গলকে সম্মান দেওয়া হয়নি', নাম না করেই কংগ্রেসকে বিঁধলেন মোদী

সেঙ্গোলের ঐতিহাসিক সত্যতা নিয়ে প্রশ্ন তোলে কংগ্রেস। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাম না করেই কংগ্রেসকে বিঁধলেন মোদী।

রবিবারই উদ্বোধন হল নতুন সংসদভবনের। পাশাপাশি নতুন সংসদভবনে 'সেঙ্গোল' স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভার স্পিকারের আসনের পাশেই স্থান পেল সেঙ্গোল। কেন্দ্রের দাবি স্বাধীনতার মুহূর্তের ক্ষমতা হস্তান্তরের প্রতীক এই সেঙ্গোল। এই দাবিকে কেন্দ্র করেই শুরু হয়েছিল রাজনৈতিক তরজা। সেঙ্গোলের ঐতিহাসিক সত্যতা নিয়ে প্রশ্ন তোলে কংগ্রেস। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাম না করেই কংগ্রেসকে বিঁধলেন মোদী।

নয়া সংসদের উদ্বোধনী অনুষ্ঠানে সেঙ্গোল প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন,'সেঙ্গলকে হাঁটার লাঠি বলে প্রয়াগরাজ জাদুঘরের আনন্দ ভবনে ফেলে রাখা হয়েছিল। যেখানে প্রাচীন ভারতীয় সংস্কৃতির সঙ্গে স্বাধীনতা প্রাপ্তির প্রতীক এই রাজদণ্ড। কিন্তু ব্রিটিশ শাসনের থেকে মুক্তির পরও সেঙ্গলকে সম্মান দেওয়া হয়নি।' প্রসঙ্গত, পুরনো সংসদ ভবনের ৯৬তম বছরেই উদ্বোধন হল নয়া সংসদভবনের। রবিবারই উদ্বোধন হল নতুন এই সংসদ ভবনের। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের আওতায় তৈরি হয়েছে এই নতুন সংসদভবন। ২৮ মে, রবিবার শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুজো, যোজ্ঞ, অনুষ্ঠানের মধ্য দিয়ে মহা ধুমধামে উদ্বোধন হল সংসদ ভবনের। রবিবার সকালে নয়া সংসদভবন চত্বের পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও লোকসভার স্পিকার ওম বিড়লা। প্রথমেই গান্ধী মূর্তিতে মালা দেন তিনি। এরপর সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয় যোজ্ঞ ও পুজো। পাশাপাশি বসেই পুজোয় অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও লোকসভার স্পিকার ওম বিড়লা। পুজোর পরই রাজদণ্ড 'সেঙ্গোল'কে সাষ্টাঙ্গে প্রণাম করেন মোদী। তারপর যাবতীয় বিতর্ককে পেছনে ফেলে অবশেষে নয়া সংসদ ভবনে স্থাপিত হল সেঙ্গোল।

Latest Videos

রবিবার মোট দু'দফায় সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠান আয়োজন করা হয়। সকালে হয় সেঙ্গোল স্থাপন এবং প্রার্থনা। এরপর সেঙ্গল প্রতিস্থাপন এবং প্রার্থনার পর দুপুর ১২টায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হবে। জানা যাচ্ছে এই পর্বের সূচনা হবে জাতীয় সঙ্গীতের মাধ্যমে। অনুষ্ঠান শেষে ৭৫ টাকার কয়েন এবং স্ট্যাম্প প্রকাশ করবেন মোদী। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর দুপুর ২টো-আড়াইটে নাগাদ সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠান শেষ হবে।

Share this article
click me!

Latest Videos

TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর
'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
ওয়াকফ বিলের (Waqf Bill) আঁচ বাংলার বিধানসভায়, দেখুন কী বললেন Suvendu Adhikari