সরকার ২০২৫ সালের শ্রম আইন বাস্তবায়নের সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে বিরাট পরিবর্তন আনতে চলেছে। এক কথায় খুশির খবর দিতে চলেছে সরকার।
বহু আলোচনার পর সপ্তাহে ৪ দিন কাজ, ৩ দিন ছুটি চালু হতে চলেছে। সঙ্গে বদল হবে বেতন কাঠামো।
শীঘ্রই এই নতুন নিয়মে উপকৃত হবেন লক্ষ লক্ষ সরকারি ও বেসরকারি কর্মীরা। এর প্রভাব পড়বে সারা দেশ জুড়ে।
তবে, যারা সপ্তাহে ৪৮ ঘন্টা কাজ করেন তাদের ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর করা হবে বলে খবর।
দৈনিক ৮ ঘন্টার পরিবর্তে ১২ ঘন্টার শিফট করলে আপনি পেতে পারেন সপ্তাহে ৩ দিন ছুটি।
তবে, সব কোম্পানিকে যে এই মডেল মেনে চলতে হবে এমন নয়। চাইলে আপনি এই পদ্ধতি হবেছে নিতে পারেন।
কর্মজীবনের ভারসাম্য উন্নত করতে এবং কাজের চাপ হ্রাস করতে এই নিয়ন চালু করা হচ্ছে।
এরই সঙ্গে বেতন কাঠামোতে আসছে পরিবর্তন। মূল বেতন মোট CTC কমপক্ষে ৫০ শতাংশ হতে হবে। তেমনই PF এবং গ্র্যাচুইরিটির টাকারও বাড়বে।
তেমনই কমতে পারে Take-home বেতন। সব মিলিয়ে আসতে চলেছে বিরাট পরিবর্তন।
সপ্তাহে ৩ দিন ছুটি চালু হওয়ার সঙ্গে ওভারটাইম, কর্মঘন্টা থেকে শুরু করে বেতন কাঠামো সবেতে আসতে চলেছে পরিবর্তন।
Sayanita Chakraborty