দারুণ খবর! সপ্তাহে ৪ দিন কাজ, ৩ দিন ছুটি- বিরাট পরিবর্তন আসছে আইনে, কবে থেকে শুরু?

Published : Apr 21, 2025, 12:01 PM IST

২০২৫ সাল থেকে সপ্তাহে ৪ দিন কাজ এবং ৩ দিন ছুটি চালু করতে চলেছে সরকার। ৪৮ ঘন্টা কাজের জন্য প্রযোজ্য এই নিয়ম। বেতন কাঠামোতেও আসছে পরিবর্তন, মূল বেতন CTC-র ৫০% হবে।

PREV
110

সরকার ২০২৫ সালের শ্রম আইন বাস্তবায়নের সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে বিরাট পরিবর্তন আনতে চলেছে। এক কথায় খুশির খবর দিতে চলেছে সরকার।

210

বহু আলোচনার পর সপ্তাহে ৪ দিন কাজ, ৩ দিন ছুটি চালু হতে চলেছে। সঙ্গে বদল হবে বেতন কাঠামো।

410

তবে, যারা সপ্তাহে ৪৮ ঘন্টা কাজ করেন তাদের ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর করা হবে বলে খবর।

510

দৈনিক ৮ ঘন্টার পরিবর্তে ১২ ঘন্টার শিফট করলে আপনি পেতে পারেন সপ্তাহে ৩ দিন ছুটি।

610

তবে, সব কোম্পানিকে যে এই মডেল মেনে চলতে হবে এমন নয়। চাইলে আপনি এই পদ্ধতি হবেছে নিতে পারেন।

710

কর্মজীবনের ভারসাম্য উন্নত করতে এবং কাজের চাপ হ্রাস করতে এই নিয়ন চালু করা হচ্ছে।

810

এরই সঙ্গে বেতন কাঠামোতে আসছে পরিবর্তন। মূল বেতন মোট CTC কমপক্ষে ৫০ শতাংশ হতে হবে। তেমনই PF এবং গ্র্যাচুইরিটির টাকারও বাড়বে।

910

তেমনই কমতে পারে Take-home বেতন। সব মিলিয়ে আসতে চলেছে বিরাট পরিবর্তন।

1010

সপ্তাহে ৩ দিন ছুটি চালু হওয়ার সঙ্গে ওভারটাইম, কর্মঘন্টা থেকে শুরু করে বেতন কাঠামো সবেতে আসতে চলেছে পরিবর্তন।

click me!

Recommended Stories