পেনশনভোগীদের জন্য নতুন নিয়ম! প্রতিমাসে টাকা পেতে এবার করতে হবে এই কাজ, নতুন নিয়ম জারি করল RBI

Published : May 10, 2025, 09:10 PM ISTUpdated : May 10, 2025, 09:12 PM IST

RBI pension rules: আরবিআই পেনশন বিতরণ প্রক্রিয়ায় পরিবর্তন এনেছে, যা পেনশনভোগীদের অবশ্যই জেনে রাখতে হবে। নইলে মিলবে না টাকা…

PREV
17

আরবিআই পেনশন বিতরণ প্রক্রিয়ায় কিছু পরিবর্তন এনেছে, যা পেনশনভোগীদের জন্য আরও সুবিধাজনক ও সহায়ক হবে।

27

সম্প্রতি পেনশন প্রদানে দেরি, অতিরিক্ত অর্থ জমা বা লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার মতো বিষয়গুলিকে কেন্দ্র করে আরবিআই নতুন নির্দেশিকা জারি করেছে, যা পেনশনভোগীদের জন্য আরও সুবিধাজনক করে তুলবে।

37

যদি মহার্ঘ ভাতা বৃদ্ধি পায়, তাহলে ব্যাঙ্ককে বলা হয়েছে যাতে তারা দ্রুততার সঙ্গে নতুন হারে ভাতা গণনা করে পেনশনভোগীদের প্রদান করে।

47

এখন পেনশনভোগীরা ‘জীবন প্রমাণ’ প্ল্যাটফর্মের মাধ্যমে ঘরে বসেই লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন, ফলে ব্যাঙ্কে গিয়ে তা জমা দেওয়ার ঝামেলা থাকবে না।

57

এবার পেনশনভোগীর মৃত্যুর পর তার জীবনসঙ্গীকে পেনশন পাওয়ার জন্য নতুন অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হবে না।

67

যদি পেনশন বা বকেয়া অর্থ প্রদানে বিলম্ব হয়, তাহলে ব্যাঙ্ককে নির্ধারিত তারিখ থেকে পেনশনভোগীকে বছরে ৮% হারে সুদ প্রদান করতে হবে।

77

 এ ছাড়াও ভুল করে যদি অতিরিক্ত পেনশন অ্যাকাউন্টে জমা পড়ে, তাহলে সেই টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া সম্পর্কে ব্যাঙ্কগুলিকে নির্দেশ দেওয়ার জন্য আরবিআই পেনশন কর্তৃপক্ষের কাছে পরামর্শ চেয়েছে।

click me!

Recommended Stories