নমিনি-র নিয়মে বড় বদল, টাকা বন্টন করতে মানতে নয়া নির্দেশিকা, জেনে নিন বিস্তারিত
ফিক্সড ডিপোজিটে নমিনি করার নিয়মে বড় পরিবর্তন এসেছে। এখন থেকে একজন ব্যক্তি সর্বোচ্চ চারজন নমিনি রাখতে পারবেন এবং কে কত টাকা পাবে তাও নির্ধারণ করতে পারবেন। উত্তরাধিকার সংক্রান্ত বিরোধ কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নতুন নিয়ম অনুসারে, সর্বোচ্চ চার জন নমিনি মনোনীত করা যেতে পারে। এর পর অ্যাকাউন্টধারীর পক্ষে তাঁর ইচ্ছানুযায়ী অর্থ ভাগ করা সহজ হবে।
510
একজন অ্যাকাউন্টধারী তাঁর স্ত্রীর পশাপাশি বাবা-মা এবং সন্তানদের নমিনি হিসেবে রাখতে পারেন।
610
কোন নমিনি কত টাকা পাবেন তা নির্ধারণ করতে পারেন। এই সংশোধনীতে দুই ধরনের মনোনয়ন পদ্ধতি যুক্ত করা হয়েছে যুগপত এবং ধারাবাহিক। যা অ্যাকাউন্টধারীর মৃত্যুর পরে অর্থের আরও ভালো বন্টন সম্ভব।
710
তেমনই ব্যাঙ্কের লকারের জন্য নতুন নিয়ম এসেছে।
810
সব মিলিয়ে ব্যাঙ্কিং সেক্টরে এসেছে বিরাট পরিবর্তন।
910
এবার থেকে নমিনি-র নিয়মে বড় বদল এল। বিস্তারিত জেনে নিন। তা না হলে পরে সমস্যায় পড়বেন।
1010
এবার থেকে আর একজন নয়, একাধিক ব্যক্তিকে নমিনি করতে পারেন আপনার টাকার।