আধারের ফটোকপি জমা রাখা আর বাধ্যতামূলক নয়, নয়া নিয়ম আনছে কর্তৃপক্ষ, জেনে নিন বিস্তারিত

Published : Dec 08, 2025, 01:33 PM IST

হোটেল সহ বিভিন্ন জায়গায় আধার কার্ডের ফটোকপি জমা দেওয়ার নিয়ম বদলাতে চলেছে। ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে ইউআইডিএআই এই পদ্ধতি বন্ধ করে অফলাইন ভেরিফিকেশনের জন্য বাধ্যতামূলক রেজিস্ট্রেশন চালু করছে। নতুন অ্যাপের মাধ্যমে এই পেপারলেস ভেরিফিকেশন হবে।

PREV
15

কোথাও ঘুরতে গেলে প্রায় সব হোটেলেই আপনার আধার কার্ডের ফটোকপি জমা রাখা হয়। হোটেল ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে আধার কার্ডের ফটোকপি দিতে হয়। কোনও ব্যক্তির সচিত্র পরিচয়পত্র ভেরিফিকেশনের জন্য রাখা হয় এই নথি। কিন্তু, এই নিয়ম মানতে গিয়ে বিপদে পড়ছেন অনেক সাধারণ মানুষ। এবার এই নিয়ে সতর্ক হল প্রশাসন।

25

এবার থেকে বদল আসছে নিয়মে। কারণ এভাবে হাজার জায়গায় আপনার আধারের জেরক্স জমা থাকা মানে, তার মাধ্যমে আপনার ব্যক্তিগত তথ্য প্রতারকদের কাছে যেভাবে হোক পৌঁছে যেতে পারে। এর থেকে হতে পারে সমস্যা। সে কারণে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বিষয়টি। এবার আর নয়। বদল আসছে এই নিয়মে। 

35

এবার এই সমস্যা মিটতে চলেছে। অন্তত এমনই দাবি খোদ ইউআইডিএআই চিফ এগজিকিউটিভ অফিসার ভুবনেশ কুমারের। সদ্য তিনি জানিয়েছেন, আধারের জেরক্স থেকে ভেরিফিকেশনের পদ্ধতি বন্ধ করে দেওয়া হবে। তবে কি হবে না ভেরিফিকেশন? একেবারেই তা নয়। জেনে নিন কী বদল আসছে নিয়মে। 

45

এই নিয়মের বদল আনা হচ্ছে। যারা অফলাইনে গ্রাহকের আধার ভেরিফিকেশন করতে চান, তাদের ইউআইডিএআই-র কাছে অফলাইন আধার ভেরিফিকেশনের জন্য বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করতে হবে।

55

তেমনই যে সব সংস্থা এই এককালীন রেজিস্ট্রেশন করে নেবে, তাদের পরবর্তী কালে নতুন প্রযুক্তিতে আধার ভেরিফিকেশন-র সুযোগ দেওয়া হবে। নতুন যে আধার অ্যাপ তৈরির পরে রয়েছেন ইউআইজিএআই কর্তৃপক্ষ, সেই অ্যাপ যখন কার্যকর হবে, তখন এইসব রেজিস্টার্ড সংস্থা তার থেকে পেপারলেস ভেরিফিকেশনের সুবিধা নিতে পারবে। জানা গিয়েছে, আধার ফটোকপি জমা রাখা বন্ধ করার জন্য নতুন যে আইন আসছে, তাতে সম্মতি দিয়েছেন সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষই।

Read more Photos on
click me!

Recommended Stories