তেমনই যে সব সংস্থা এই এককালীন রেজিস্ট্রেশন করে নেবে, তাদের পরবর্তী কালে নতুন প্রযুক্তিতে আধার ভেরিফিকেশন-র সুযোগ দেওয়া হবে। নতুন যে আধার অ্যাপ তৈরির পরে রয়েছেন ইউআইজিএআই কর্তৃপক্ষ, সেই অ্যাপ যখন কার্যকর হবে, তখন এইসব রেজিস্টার্ড সংস্থা তার থেকে পেপারলেস ভেরিফিকেশনের সুবিধা নিতে পারবে। জানা গিয়েছে, আধার ফটোকপি জমা রাখা বন্ধ করার জন্য নতুন যে আইন আসছে, তাতে সম্মতি দিয়েছেন সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষই।