8th Pay Commission: বড় খবর! ১ জানুয়ারি থেকে বাড়ছে না কেন্দ্রীয় কর্মীদের বেতন? কতদিন পিছিয়ে গেল দিন

Published : Dec 08, 2025, 12:02 PM IST

শোনা যাচ্ছে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এই কমিশনের সুবিধা চালু হওয়া কঠিন, যার ফলে সরকারি কর্মী ও পেনশনভোগীদের বেতন ও পেনশন বৃদ্ধি পিছিয়ে যেতে পারে। যদিও কমিশন গঠনে দেরি হলেও, এটি কার্যকর হলে কর্মীরা বকেয়া বা এরিয়ার পাবেন বলে আশা করা হচ্ছে।

PREV
15

চলতি বছরের শুরু থেকেই সর্বত্রে সরগরম অষ্টম বেতন কমিশনের খবর। ফেব্রুয়ারি মাসে ঘোষণা হয়েছিল অষ্টম বেতন কমিশনের কথা। তারপর থেকে একের পর এক খবর এসেছে এই অষ্টম বেতন কমিশন নিয়ে। কত টাকা কর্মীদের বেতন বৃদ্ধি হবে থেকে শুরু করে কত শতাংশ ভাতা বাড়বে সব নিয়ে এসেছে খবর।

25

এবার খারাপ খবর এল অষ্টম বেতন কমিশন নিয়ে। শোনা যাচ্ছে, দেরি হতে পারে অষ্টম বেতন কমিশন গঠন। ১ জানুয়ারি নয়, আরও দেরি হতে পারে অষ্টম বেতন কমিশনের সুবিধা। এতদিন শোনা গিয়েছিল ১ জানুয়ারি থেকে মিলবে বাড়তি বেতন ও পেনশন। এবার শোনা যাচ্ছে আরও দেরিতে মিলবে ভাতা।

35

আগেই শোনা গিয়েছিল, ২০২৫ সালের মার্চ মাসে কমিশন গঠন করা হয়, ২০২৬ সালের মার্চের মধ্যে রিপোর্ট আসার সম্ভাবনা আছে। এতে এক বছর সময় লাগতে পারে। এমনই শোনা যাচ্ছে এখনও।

45

সেই নিরিখে অধিকাংশের অনুমান, ২০২৬ সালের ১ জানুয়ারি অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়া কঠিন। অর্থাৎ বাড়তি বেতন ঠিক কবে অ্যাকাউন্টে ঢুকবে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। কবে থেকে মিলবে তা এখন বলা কঠিন।

55

সব মিলিয়ে খারাপ খবর। চিন্তার ভাঁজ সমস্ত সরকারি কর্মী ও পেনশনভোগীদের কপালে। সম্ভবত ১ জানুয়ারি থেকে মিলবে না বাড়তি বেতন ও পেনশন। পিছিয়ে যেতে পারে এই দিন বলে অনুমান সকলের। তবে, বাড়তি টাকা মিলতে দেরি হলেও অষ্টম বেতন কমিশন কার্যকর হবে ১ জানুয়ারি থেকে। ফলে বিলবে গোটা কয়েক মাসের এরিয়ার।

Read more Photos on
click me!

Recommended Stories